ভারত-পাক ম্যাচের আগে ‘আই লাভ ইউ’ বলে চিৎকার অরিজিতের, জবাবে কী বললেন বিরাট?

ভারত-পাক ম্যাচের আগে ‘আই লাভ ইউ’ বলে চিৎকার অরিজিতের, জবাবে কী বললেন বিরাট?

Arijit Shouts

আমদাবাদ: আমদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচের শুরুতেই ছিল চমক৷ অরিজিৎ সিং-এর লাইভ কনসার্টের আয়োজন করেছিল বিসিসিআই৷ সেখানে উপস্থিত ছিলেন শঙ্কর মহাদেবন, সুনিধি চৌহানরাও৷ সেখানে পারফর্ম করেন অরিজিৎ সিং, শঙ্কর মহাদেবন এবং সুখবিন্দর সিং। সেই অনুষ্ঠানের মাঝেই বিরাট এবং অরিজিতের একটি টুকরো মুহূর্ত সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যা মন কেড়েছে নেটিজেনদের৷ (Arijit Shouts)

এদিন যখন অরিজিৎ যখন গানে গানে মঞ্চ কাঁপাচ্ছেন, তখন মাঠে প্র্যাকট্স করছে টিম ইন্ডিয়া৷ এমন সময়ই হঠাৎই বিরাটকে দেখে অরিজিৎ চেঁচিয়ে বলে ওঠেন, ‘আই লাভ ইউ বিরাট।’ তারপরই তাঁকে তিনি গেয়ে ওঠেন, ‘সাবেরো কা মেরে তু সুরজ লাগে/ তু মেরা কোই না হোকে ভি কিছু লাগে।’ 

অরিজিতের ভালোবাসা পেয়ে উৎফুল্ল তখন বিরাটও৷ তিনি তখন মাঠে কমলা জার্সি আর কালো প্যান্ট পরে হাঁটছিলেন। অরিজিতের কথা শুনে বিরাটও তাঁর দিকে হাত তুলে দেখান। অরিজিৎকে দেখে একগাল হাসি ফিরিয়ে দেন তিনি। এহেন ভালোবাসা পেয়ে মাথা নাড়তে নাড়তে হাসতে থাকেন তিনি৷ 

এদিনের ম্যাচে মাঠে হাজির ছিলেন বিরাট-পত্নী অনুষ্কা শর্মাও। মাঠে ফ্রেম বন্দি হয় অনুষ্কা শর্মা এবং অরিজিৎ সিংয়ের একটি মিষ্টি মুহূর্তও৷ যা এখন ভাইরাল৷ যেখানে দেখা যায় অরিজিৎ ফোন হাতে অভিনেত্রীকে পোজ দেওয়ার অনুরোধ করছেন। অনুষ্কাও তাঁর কথা রেখে মিষ্টি হেসে পোজ দিচ্ছেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − 3 =