এশিয়া কাপের দল ঘোষণা, বিশ্বকাপেও চমক, বল করতে পারেন কোহলি, রোহিত!

এশিয়া কাপের দল ঘোষণা, বিশ্বকাপেও চমক, বল করতে পারেন কোহলি, রোহিত!

34dbe2e905ea0224f625cdea355b28ee

নয়াদিল্লি: আর কিছুদিন পরেই দেশের মাটিতে হবে বিশ্বকাপ৷ তার আগে এশিয়া কাপের জন্য ১৭ জনের দল ঘোষণা করল ভারত।  আসন্ন বিশ্বকাপের কথা মাথায় রেখেই দল নির্বাচন করা হয়েছে। দলে ফিরেছেন চোট পাওয়া দুই ক্রিকেটার শ্রেয়স আয়ার ও লোকেশ রাহুল৷ এসেছে নতুন মুখ তিলক বর্মা। রিজার্ভ ক্রিকেটার হিসাবে রাখা হয়েছে সঞ্জু স্যামসনকে৷ এশিয়া কাপের দল থেকেই মূলত বেছে নেওয়া হবে বিশ্বকাপ দলের ১৫ সদস্যকে। এরই মাঝে ক্রিকেটপ্রেমীদের চমকে দিলেন অধিনায়ক রোহিত শর্মা। এশিয়া কাপের দল ঘোষণার পর সাংবাদিক বৈঠকে বিশ্বকাপ নিয়ে এই বিশেষ খবরটি দেন তিনি।

এশিয়া কাপের সব বিভাগে একাধিক বিকল্প রাখার চেষ্টা করা হয়েছে। তবে দলে কোনও ডানহাতি বিশেষজ্ঞ স্পিনার নেই৷ রবীন্দ্র জাডেজা, অক্ষর পটেল এবং কুলদীপ যাদব, তিন জনেই বাঁহাতি স্পিনার।  তাহলে ডানহাতি স্পিনারের অভাব কি ভাবে মিটবে? সমস্যার সমাধান বালতেছেন খোদ অধিনায়ক৷ ডানহাতি স্পিনার প্রসঙ্গে রোহিতের মন্তব্য, ‘‘আশা করছি রোহিত শর্মা এবং বিরাট কোহলি বিশ্বকাপের ম্যাচে কয়েক ওভার হাত ঘোরাতে পারবে।’’

অর্থাৎ, রোহিত এবং কোহলি মিলে যে ডান হাতি স্পিনারের অভাবটা পূরণ করে দেবেন, সেই ইঙ্গিত দিয়েই রাখলেন অধিনায়ক। একটা সময় রোহিতকে নিয়মিত অফ স্পিন করতে দেখা যেত। এখন আর সেভাবে বল করতে দেখা যায় না৷ কোহলিকেও মাঝে মধ্যে হাতে বল তুলে নেন। ডানহাতি স্পিনারের অভাব মেটাতে আসরে নামতে পারেন তাঁরাই৷ উল্লেখ্য, আন্তর্জাতিক ক্রিকেটে রোহিতের ১১টি এবং কোহলির আটটি উইকেট রয়েছে৷

এদিকে, এশিয়া কাপে ১৭ জনের যে দল ঘোষণা করা হয়েছে, তাতে রয়েছেন রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, শুভমন গিল, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পাণ্ড্য (সহ-অধিনায়ক), শ্রেয়স আয়ার, রবীন্দ্র জাডেজা, যশপ্রীত বুমরা, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব, ঈশান কিশন (উইকেটরক্ষক), অক্ষর পটেল, শার্দূল ঠাকুর, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, প্রসিদ্ধ কৃষ্ণ, সঞ্জু স্যামসন (রিজার্ভ)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *