করোনা কোপে ‘লকডাউন’ ভারত! অডিও ক্লিপ ঘিরে শোরগোল নেট পাড়ায়

করোনা কোপে ‘লকডাউন’ ভারত! অডিও ক্লিপ ঘিরে শোরগোল নেট পাড়ায়

নয়াদিল্লি: করোনা আতঙ্কে কাঁপছে গোটা বিশ্ব৷ করোনার রোষে পড়েছে ভারতও৷ গত চব্বিশ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্তের সংখ্যাটা একশো ছাপিয়ে গিয়েছে। করোনাকে ‘বিপর্যয়’ বলে ঘোষণা করেছে ভরত সরকার৷ এই পরিস্থিততে লকডাউন হচ্ছে ভারত৷ এমনই এক চাঞ্চল্যকর অডিও ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়৷

এই অডিও চাউড় হতেই তড়িঘড়ি পদক্ষেপ করে কেন্দ্রীয় সরকার৷ সরকারি সংস্থা প্রেস ইনফরমেশন ব্যুরোর (পিআইবি) পক্ষ থেকে ট্যুইট করে জানানো হয়, অডিও বার্তাটি সম্পূর্ণ ভুয়ো৷ লকডাউনের কোনও পরিকল্পনাই নেই কেন্দ্রের৷ ওই ট্যুইটে আরও জানানো হয়েছে, করোনা ভাইরাস মহামারির আকার নিয়েছে৷ এই অবস্থায় ভারতে লকডাউন হচ্ছে বলে যে অডিওটি ছড়িয়েছে, সেটি একটি গুজব৷ পিআইবি’র পক্ষ থেকে বলা হয়, ‘‘হোয়াটসঅ্যাপে শেয়ার করা ওই অডিও ক্লিপটি দয়া করে ফরোয়ার্ড করবেন না৷’’ #HelpUstoHelpU

ভারতে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ১১৪ জন। প্রাথমিক ভাবে কেরলে করোনা আক্রান্তের সংখ্যা বেশি থাকলেও, এ বার তাকে ছাপিয়ে গিয়েছে মহারাষ্ট্র। মহারাষ্ট্রে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬। সারা পৃথিবীতে এই মুহূর্তে করোনায় আক্রান্তের সংখ্যা প্রায় দেড় লক্ষ। ইতিমধ্যেই প্রায় সাড়ে ছ’হাজার মানুষের মৃত্যুও হয়েছে ওই রোগে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত চিনে৷ চিনের পর করোনার সবচেয়ে বেশি প্রকোপ পড়েছে ইটালিতে৷ সংক্রমণ ছড়িয়েছে স্পেন, আমেরিকা ও ইরানের মতো দেশগুলিতেও৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − seventeen =