villegers of sandeshkhali
কলকাতা: উত্তেজনায় টগবগ করে ফুটছে সন্দেশখালি৷ গ্রাম থেকে স্বামী এবং ছেলেদের তুলে নিয়ে যাওয়ার অভিযোগে পুলিশের গাড়ির সামনে রাস্তায় শুয়ে বিক্ষোভে ফেটে পড়লেন গ্রামের মহিলারা৷ তাঁদের বিস্ফোরক অভিযোগ, পুলিশ যাঁদের আটক করেছে, তাঁদের মধ্যে রয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীও৷
শুক্রবার সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের নেতৃত্বে সন্দেশখালির উদ্দেশে রওনা দেয় বিজেপি মহিলা মোর্চার একটি দল৷ তাঁদের সেই সফরের মধ্যেই নতুন করে উত্তেজনা ছড়ায়। গ্রামবাসীদের দাবি, ভাঙচুড়ের ‘মিথ্যা’ অভিযোগে এনে গ্রামের বেশ কয়েকজনকে আটক করে নিয়ে যায় পুলিশ। তাঁদের বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার সময় প্রতিরোধ গড়ে তোলেন গ্রামবাসীরা। পুলিশের গাড়ি আটকাতে প্রথমে রাস্তার উপর গাছের গুঁড়ি ফেলা হয়৷ তার পর এক মহিলা পুলিশের গাড়ির সামনে এসে শুয়ে পড়েন। তাঁকে পুলিশ কোনও মতে সরিয়ে দিতেই গ্রামের মহিলাদের নিয়ে রাস্তার উপরে বসে পড়েন বিজেপি মহিলা মোর্চার প্রতিনিধিরা। পুলিশ সেই প্রতিরোধ ভাঙতে গেলেই শুরু হয় গন্ডোগোল৷