সিপিএম-এর নীতি নিয়ে মীনাক্ষীকে প্রশ্ন, প্রশ্নকর্তাকে বেধরক মারধর অনুগামীদের

সিপিএম-এর নীতি নিয়ে মীনাক্ষীকে প্রশ্ন, প্রশ্নকর্তাকে বেধরক মারধর অনুগামীদের

কলকাতা: পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে জোর প্রচার শুরু করেছে রাজনৈতিক দলগুলি৷ গ্রামে গ্রামে ঘুরে প্রচারে ঝড় তুলেছেন নেতানেত্রীরা৷ সিপিএম নেত্রী তথা ডিওয়াইএফআই-এর রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখোপাধ্যায়কে সামনে পেয়ে জনৈক এক ব্যক্তি তাঁকে প্রশ্ন করেন, রাজ্য রাজনীতি ও কেন্দ্রীয় রাজনীতিতে সিপিএম কি দ্বিচারিতার নীতি নিচ্ছে?’ ব্যাস এতেই তুলকালাম৷ অত্যুৎসাহী কিছু সিপিএম কর্মী সমর্থকের হাতে চড়-থাপ্পড় খেতে হল প্রশ্নকর্তাকে। ঘটনাটি পূর্ব বর্ধমান ২ নং ব্লকের স্বস্তিপল্লি এলাকার।

শনিবার স্বস্তিপল্লীর মাঠে পঞ্চায়েত নির্বাচনের প্রচার সভায় অংশ নিয়েছিলেন মীনাক্ষী মুখোপাধ্যায়। সেখানেই এক গ্রামবাসী তাঁকে প্রশ্ন করেন৷ তার উত্তরও দেন মীনাক্ষী। কিন্তু এর পরেই গন্ডোগোলের সূত্রপাত। অভিযোগ, কিছু অতি উৎসাহী কর্মী-সমর্থক ওই ব্যক্তিকে মীনাক্ষীর সামনে থেকে সরিয়ে নিয়ে যায়৷ তার পর শুরু হয় হেনস্থা৷  তাঁকে চড়-থাপ্পড় মারা হয় বলেও অভিযোগ। এই ঘটনায় শোরগোল পড়েছে। প্রশ্ন উঠছে, সাংগঠিনকভাবে দুর্বল হয়ে পড়া সিপিএম যখন জন সমর্থন কুড়োনোর চেষ্টা করছে, তখন দলের কর্মী সমর্থকদের একাংশের এহেন আচরণ জনমানসে কী প্রভাব ফেলবে? 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × three =