ভোটের আগেই বিজয় উৎসব! মনোনয়ন জমা দিয়েই মিষ্টিমুখ, আবির খেলায় মাতোয়ারা ঘাসফুল শিবির

ভোটের আগেই বিজয় উৎসব! মনোনয়ন জমা দিয়েই মিষ্টিমুখ, আবির খেলায় মাতোয়ারা ঘাসফুল শিবির

 ভোটের আগের বিজয় উৎসব! ৩ দিনে ৩০ তৃণমূল প্রার্থীর মনোনয়ন জমা, বিরোধীরা মনোনয়ন দাখিল করতে না পারায় আবির খেলে সেলিব্রেশনে মাতলেন তৃণমূলের নেতা-কর্মীরা। বিজয় উৎসবের এই ছবি অভিষেকের খাসতালুক বজবজের। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের নামে জয়ধ্বনিও দিতে দেখা গেল দলীয় কর্মী-সমর্থকদের।

পঞ্চায়েতের মনোনয়ন পর্বের শুরু থেকেই রাজ্যের বিভিন্ন জায়গা থেকে অশান্তির খবর পাওয়া যাচ্ছে। কোথাও চলেছে গুলি, কোথাও ঝরেছে রক্ত। মুর্শিদাবাদ, মিনাখাঁ থেকে বর্ধমান, জায়গার নাম বদলালেও বদলায়নি হিংসার ছবি। শাসকের বিরুদ্ধে মনোনয়নে বাধা দেওয়ার অভিযোগ তুলে সুর চড়িয়েছে বিরোধীরা। মনোনয়ন ঘিরে জেলায় জেলায় যখন শাসক-বিরোধী সংঘর্ষের ছবি, সেখানে ব্যতিক্রম বজবজ। মনোনয়ন নিয়ে তরজা বা রাজনৈতিক হিংসা নয়, দক্ষিণ ২৪ পরগনার এই জায়গায় একচেটিয়া মনোনয়ন দাখিল করল তৃণমূল কংগ্রেস। তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ না হতেই ৩ দিনে ৩০ প্রার্থীর মনোনয়ন জমা পড়ল বজবজে। তৃতীয় দিন পর্যন্ত বিরোধীরা মনোনয়ন জমা দিতে না পারায় বজবজ ১-নম্বর বিডিও অফিসের সামনে আবির খেলায় মাতলেন ঘাসফুল শিবিরের কর্মী-সমর্থকরা। বিডিও অফিসের বাইরে বেরিয়ে তৃণমূল কর্মীদের দাবি, ‘এমন উন্নয়ন হয়েছে যে বিরোধীরা মনোনয়নই দিতে পারবে না।’

 সূত্র মারফত জানা গিয়েছে, মনোনয়নের প্রথম দিনে বিজেপি বেশ কয়েকটি মনোনয়ন জমা দেওয়ার জন্য আবেদন পত্র তুলে নিয়ে গেলেও শেষ পর্যন্ত তা জমা দেয়নি। স্থানীয় বিডিও জানান, গত দু’দিনে কোনও মনোনয়ন জমা পড়েনি। সোমবার অর্থাৎ মনোনয়নের তৃতীয় দিনে ৩০টি মনোনয়ন জমা পড়েছে। সবকটিই তৃণমূলের। কোনও অশান্তির খবর বা অভিযোগ আমাদের কাছে আসেনি। 

যদিও বিরোধীদের দাবি,  তাঁদের প্রার্থীদের বাধা দেওয়ার জন্য তৃণমূলের লোকরা  দাঁড়িয়ে রয়েছে চারদিকে। বেছে বেছে লোকজনকে বিডিও অফিসের দিকে যেতে দেওয়া হচ্ছে। নমিনেশন জমা দিতে গিয়ে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয়েছেন বিজেপি প্রার্থী তর্ণুশ্রী খাঁ ও তার স্বামী বিশ্বজিত খাঁ। রাণীয়া পঞ্চায়েতের ২৭০ নম্বর বুথের বিজেপি প্রার্থীর অভিযোগ, বজবজ ২ নম্বর ব্লকের বিডিও অফিসে নমিনেশন জমা দিতে আসার সময়ে নোদাখালির কাছে পথ আটকে তাদেরকে মারধর করা হয়। এই বিষয়ে নোদাখালি থানায় অভিযোগ জানাতে গেলে অভিযোগ নেওয়া হয়নি বলে জানান আক্রান্ত বিজেপি প্রার্থী। 

মনোনয়নকে ঘিরে শাসকের বিরুদ্ধেই শুধু অভিযোগ নয় এলাকার উন্নয়ন নিয়েও যথেষ্ট ক্ষোভ রয়েছে স্থানীয়দের মধ্যে। বজবজ ১ নম্বর ব্লকের উত্তর রায়পুর পঞ্চায়েতের শাকপুকুরের ১৫১ নম্বর বুথে প্রার্থী বদলের দাবি জানিয়ে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। তাঁদের অভিযোগ, গত পাঁচ বছরে এলাকায় কোন উন্নয়ন হয়নি। কল আছে জল নেই। দীর্ঘদিন ধরে কোনও খাল সংস্কার হয়নি। রাস্তার বেহাল অবস্থা, পথ চলতি মানুষকে অন্ধকারের মধ্যে দিয়েই হাঁটাচলা করতে হয়। স্কুল থাকলেও শিশুদের পঠন-পাঠনের সু-বন্দোবস্ত নেই। 

অভিযোগের তালিকাটা অবশ্য আরও লম্বা। উন্নয়ন,পরিষেবা নিয়ে যেখানে বিস্তর ক্ষোভ, সেখানেই ধরা পড়ল তৃণমূলের আগাম জয়োল্লাসের ছবি… বিরোধীদের মনোনয়নে বাধা দেওয়ার অভিযোগ! শেষমেশ, পঞ্চায়েত ভোটে কী হবে বজবজে? সেটাই এখন দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − three =