আবৃতি জগতে নক্ষত্রপতন, প্রয়াত বিশিষ্ট বাচিক শিল্পী গৌরী ঘোষ

আবৃতি জগতে নক্ষত্রপতন, প্রয়াত বিশিষ্ট বাচিক শিল্পী গৌরী ঘোষ

কলকাতা:  ফের সংস্কৃতি জগতে শোকের ছায়া৷ আবৃতি জগতে নক্ষত্রপতন৷ প্রয়াত বাচিক শিল্পী গৌরী ঘোষ৷ বৃহস্পতিবার সকাল ৮টা ৫৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি৷ 

আরও পড়ুন- আদালতের রায়কে ঐতিহাসিক আখ্যা দিয়ে নিশীথের দাবি, ‘বাংলায় সন্ত্রাস শেষ হবেই’

বেশ কিছু দিন ধরেই তিনি ভর্তি ছিলেন আরএন টেগোর হাসপতালে৷ শেষ কিছুদিন ছিলেন ভেন্টিলেশন সাপোর্টে৷ কিন্তু এর পরেও তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়নি৷ প্রসঙ্গত, মাস খানেক আগে আগে স্ট্রোক হয়েছিল তাঁর৷ এর পর থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে৷ আজ সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই প্রখ্যাত বাচিক শিল্পী৷ তাঁর প্রয়াণে ভাঙল বিখ্যাত পার্থ ঘোষ-গৌরী ঘোষের জুটি।  

গৌর ঘোষকে শেষ শ্রদ্ধা জানাতে বহু বিশিষ্ট জন হাসপাতালে যাচ্ছেন৷ তবে কখন তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে পরিবারের তরফে সেই বিষয়ে এখনও কিছু জানানো হয়নি৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০-র বেশি৷ মায়ের প্রয়াণে শোকার্ত ছেলে অয়ন ঘোষ৷ তিনি বলেন, ‘‘আমার নিঃশ্বাস চলে গেল৷’’ গৌরা ঘোষের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন বিশিষ্ট বাচিক শিল্পী ব্রততী বন্দ্যোপাধ্যায়৷ 

আরও পড়ুন- রাজনৈতিক হেনস্থার করা হচ্ছে, শ্যামাপ্রসাদের পাশে দাঁড়ালেন সৌমিত্র

আবৃতি জগতে পার্থ ঘোষ ও গৌরী ঘোষের জুটি সুপরিচিত৷ তাঁর বাস্তবে স্বামী-স্ত্রী৷ আকাশবাণীতে উপস্থাপক হিসাবে শুরু হয়েছিল গৌরী দেবীর কর্মজগত৷ দীর্ঘ দিন যুক্ত ছিলেন আকাশবাণীর সঙ্গে৷ বহু আবৃতির সিডিও রয়েছে তাঁর৷
   

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × four =