প্রয়াত অমিতাভ-দিলীপদের পর্দার ‘মা’ সুলোচনা লাটকর, শোকের ছায়া বলিউডে

প্রয়াত অমিতাভ-দিলীপদের পর্দার ‘মা’ সুলোচনা লাটকর, শোকের ছায়া বলিউডে

 মুম্বই: ‘কোরা কাগজ’ থেকে ‘শ্রী ৪২০’, গত শতকের একাধিক বলিউডি ছবিতে তিনি ছিলেন ‘মা’৷ নায়ক-নায়িকাদের মায়ের চরিত্রে এক চেনা মুখ ছিলেন সুলোটনা লাটকর৷ রবিবার সন্ধ্যায় প্রয়াত হলেন এই বর্ষীয়ান অভিনেত্রী৷ ম্বইয়ের দাদরের এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৪ বছর৷ বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন তিনি৷ সুলোচনার পরিবারের তরফে তাঁর মৃত্যুর খবরটি জানানো হয়৷ 

৩০০-র বেশি হিন্দি ও মারাঠি ছবিতে অভিনয় করেছেন সুলোচনা৷ তাঁর প্রয়াণে শোক প্রকাশ করে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ তিনি লেখেন, ‘‘বর্ষীয়ান অভিনেত্রীর মৃত্যুতে ভারতীয় সিনেমায় এক বিরাট শূন্যতার সৃষ্টি হল৷’’ প্রধানমন্ত্রীর পাশাপাশি প্রয়াচ অভিনেত্রীকে শ্রদ্ধা জানিয়েছেন, মাধুরী দীক্ষিত থেকে রীতেশ দেশমুখ অনেকেই৷ 

১৯২৮ সালের ৩০শে জুলাই তৎকালীন বোম্বাই শহরে জন্মগ্রহণ করেন সুলোচনা। অল্প বয়সেই প্লেগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর বাবা-মায়ের। বাবার বন্ধুর বাড়িতে আশ্রিতা হিসাবেই বড় হওয়া তাঁর৷ সুলোচনা প্রথম কাজ পেয়েছিলেন প্রফুল্ল পিকচার্সে। সেখানেই লতা মঙ্গেকশরের সঙ্গে তাঁর আলাপ। চারের দশকে তৈরি হওয়া সেই বন্ধুত্ব টিকে ছিল আজীবন।

১৯৪৬ সাল৷ অভিনয় জগতে আত্মপ্রকাশ  সুলোচনার। সেই থেকে সফর শুরু। তারপর একের পর এক ছবিতে পার্শ্ব চরিত্রে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে। ১৯৯৯ সালে ‘পদ্মশ্রী’ সম্মানে ভূষিত করা হয় সুলোচনাকে। ২০০৪ এবং ২০০৯ সালে দু’বার ফিল্মফেয়ার পুরস্কারও জিতেন এই বর্ষীয়ান অভিনেত্রী।