‘ভার্টিকাল সিটি’ হচ্ছে কলকাতায়! হবে বিশ্বের বাণিজ্য কেন্দ্র, খরচ ২১৯ কোটি

‘ভার্টিকাল সিটি’ হচ্ছে কলকাতায়! হবে বিশ্বের বাণিজ্য কেন্দ্র, খরচ ২১৯ কোটি

vertical city

কলকাতা: ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের আদলে নিউটাউনে গড়ে তোলা হবে ‘ভার্টিকাল সিটি’৷ প্রস্তাবে সবুজ ,সংকেত দিল রাজ্য সরকার। মঙ্গলবার রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের পৌরহিত্যে ‘হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ডেভলপমেন্ট কর্পোরেশন’ বা হিডকোর বৈঠকে উঠে আসে এই বিষয়টি৷ ওই বৈঠকে ‘ভার্টিকাল সিটি’ তৈরির বিষয় নিয়ে আলোচনার পর প্রস্তাবও পাশ করা হয়৷ ইকোপার্কের বিপরীতে নিউটাউনের ‘সেন্টাল বিজনেস ডিস্ট্রিক্ট’-এ গড়ে তোলা হবে এই ‘ভার্টিকাল সিটি’৷ 

এ প্রসঙ্গে ফিরহাদ হাকিম বলেন, ‘ওয়ার্ল্ড ট্রেড সেন্টার তৈরির বিষয়ে মুখ্যমন্ত্রী আগেই ঘোষণা করেছিলেন৷ সেন্টাল বিজনেস ডিস্ট্রিক্টে চার একর জমির উপর ৩৮ তলার সেই ভার্টিকাল ভবন তৈরি করা হবে। সেখানে সবধরনের বাণিজ্য এবং শিল্প সংক্রান্ত কর্মকাণ্ড চলবে। পুরো প্রকল্পের জন্য খরচ হবে প্রায় ২১৯ কোটি টাকা।’’ শীঘ্রই টেন্ডার ডাকা হবে বলেও জানান তিনি৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve + nine =