এবার মাদক ধরবে প্রযুক্তি, যাদবপুরের গেটে যন্ত্র বসানোর ভাবনাচিন্তা উপাচার্যের

এবার মাদক ধরবে প্রযুক্তি, যাদবপুরের গেটে যন্ত্র বসানোর ভাবনাচিন্তা উপাচার্যের

Technology

যাদবপুর: যাদবপুরে ছাত্রমৃত্যুর ঘটনায় নড়েচড়ে বসেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ৷ ইতিমধ্যেই ক্যাম্পাস ও হোস্টেলে একাধিক জায়গায় সিসিটিভি বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ এবার লক্ষ্য বিশ্ববিদ্যালয়ে মাদকসেবন বন্ধ করা৷ এই প্রবণতা রুখতে এবার প্রযুক্তির আশ্রয় নিতে পারেন কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তিকালীন উপাচার্য বুদ্ধদেব সাউয়ের কথায় মিলেছে তেমনই ইঙ্গিত৷ (Technology)

মাদক চিহ্নিতকারী যন্ত্র ব্যবহার প্রসঙ্গে প্রশ্ন করা হলে উপাচার্য বলেন, ‘‘দেশে নারকোটিক্স আইন আছে। সেই আইন মেনেই আমরা যা করার করব। যে প্রযুক্তি ব্যবহার করা যায়, করা হবে।’’

প্রসঙ্গত, বিমানবন্দরে বা বিভিন্ন সংস্থার দফতরে মাদক চিহ্নিতকরণের জন্য বিশেষ যন্ত্র বসানো থাকে। সেই যন্ত্র যে কোনও মাদক ধরে ফেলতে পারে৷ এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রতিটি প্রবেশদ্বারেই সেই ধরনের যন্ত্র বসানো হতে পারে বলে মনে করা হচ্ছে। কেউ মাদক নিয়ে ক্যাম্পাসে ঢোকার চেষ্টা করলেই তৎক্ষণাৎ ধরে ফেলবে যন্ত্র৷ এ উদ্যোগ সফল করা গেলে যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মাদকমুক্ত করা যাবে বলে আশাবাদী উপাচার্য।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের পড়ুয়ার মৃত্যুর পর থেকেই তোলপাড় গোটা রাজ্য। এই ঘটনার সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয়ের একাধিক অব্যবস্থাও প্রকাশ্যে চলে আসে। ক্যাম্পাসে বহিরাগতদের অবাধ প্রবেশ, মাদক সেবন, অপরাধমূলক কাজকর্মের দিকে আঙুল উঠতে শুরু করে৷ সেই সব অব্যবস্থা রুখতে একাধিক পদক্ষেপ করতে চলেছে কর্তৃপক্ষ৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 3 =