মোষের ধাক্কায় ভাঙল বন্দে ভারত এক্সপ্রেসের সামনের অংশ, ব্যহত ট্রেন চলাচল

মোষের ধাক্কায় ভাঙল বন্দে ভারত এক্সপ্রেসের সামনের অংশ, ব্যহত ট্রেন চলাচল

e995e6109ec0cf805237404e9541f470

 সুরাট: মোষের পালে সজোরে ধাক্কা মারল দ্রুত গতিতে ছুটে আসা বন্দে ভারত এক্সপ্রেস৷ খুলে গেল ভারতের দ্রুতগামী ট্রেনের সামনের অংশ। বৃহস্পতিবার সকালে গুজরাতে ঘটনাটি ঘটে৷

আরও পড়ুন- নীতীশের সঙ্গে কি কাজ করবেন প্রশান্ত? একদম স্পষ্ট করলেন ‘পিকে’

প্রশাসন সূত্রে খবর, মুম্বই থেকে গুজরাতের গান্ধীনগরের দিকে যাওয়ার সময় আমদাবাদের আগে বাটওয়া এবং মণিনগর রেল স্টেশনের মধ্যে দুর্ঘটনাটি ঘটে। মোষের পালের সঙ্গে সংঘর্ষের ফলে ট্রেনটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। অকুস্থলের একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে৷ সেখানে দেখা গিয়েছে, এক জন রেল কর্মী ট্রেনের সামনের ভেঙে পড়া অংশটি মেরামত করছেন। মেরামতির পর অবশ্য ট্রেনটি নির্ধারিত গন্তব্যে পৌঁছয়৷ 

গত মাসেই গান্ধীনগর থেকে মুম্বই রুটে আধা দ্রুত গতির ট্রেনের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ট্রেনটি উদ্বোধন করার পর গান্ধীনগর থেকে আমদাবাদের কালুপুর রেল স্টেশন পর্যন্ত ট্রেন সফরও করেছিলেন নমো। কিন্তু এক মাসের মধ্যেই দুর্ঘটনার কবলে পড়ল বন্দে ভারত৷