হাওড়া রুটে বড় প্রাপ্তি, বন্দে ভারত নিয়ে নয়া ঘোষণা রেলমন্ত্রীর

হাওড়া রুটে বড় প্রাপ্তি, বন্দে ভারত নিয়ে নয়া ঘোষণা রেলমন্ত্রীর

vande bharat

কলকাতা: গোটা দেশ জুড়ে বৃদ্ধি পাচ্ছে বন্দেভারত ট্রেনের সংখ্যা। দ্রুত গতিতে এক শহর থেকে অন্য শহরে পৌঁছতে এই ট্রেনের জনপ্রিয়তাও মন্দ নয়। বর্তমানে এই অত্যাধুনিক হাই স্পিড ট্রেনের সংখ্যা বেড়ে হয়েছে ৮২। এবার আরও কমবে বন্দে ভারতে সফরের সময়৷ আরও দ্রুতগতিতে ছুটবে বন্দে ভারত এক্সপ্রেস। আয়োজন প্রায় সাড়া৷ বুধবারই সংসদে লিখিত ভাবে এ কথা জানান রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব৷ তিনি জানিয়েছেন, অন্তত দুটি রুটে বন্দে ভারত এক্সপ্রেসের গতি বাড়িয়ে ১৬০ কিমি প্রতি ঘণ্টা করা হবে।

নিজস্ব প্রযুক্তিতে তৈরি এই সেমি হাই স্পিড ট্রেনের কোচ তৈরি হয় ভারতেই। এদিন সংসদে রেলমন্ত্রী জানান,  যাত্রী সংখ্যা, যোগাযোগ ব্যবস্থা সহ বেশ কিছু বিষয়ের ওপর নির্ভর করে বিভিন্ন রুটে নতুন রেল পরিষেবা আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাড়ানো হবে ট্রেনের গতিও৷  সেক্ষেত্রে দিল্লি-মুম্বই ও দিল্লি-হাওড়া রুটকে বেছে নেওয়া হয়েছে বলেও জানান বৈষ্ণব। এই দুই লাইনেই গতি বাড়াতে কাজও শুরু হয়ে গিয়েছে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen + seven =