বুলেট ট্রেনকে টেক্কা দিচ্ছে বন্দে ভারত, ঘণ্টায় ১০০ কিমি গতি তুলছে মাত্র ৫২ সেকেন্ডে

বুলেট ট্রেনকে টেক্কা দিচ্ছে বন্দে ভারত, ঘণ্টায় ১০০ কিমি গতি তুলছে মাত্র ৫২ সেকেন্ডে

নয়াদিল্লি:  ঝড়ের গতিতে ছুটছে ট্রেন৷ চোখের পলকে পৌঁছে যাওয়া যাচ্ছে এক জায়গা থেকে অন্যত্র৷  জাপানের বুলেট ট্রেন যেন মাটি চিড়ে ছুটে চলা কোনও রকেট৷ কিন্তু গতি বাড়ানোর নিরিখে জাপানের সেই বুলেট ট্রেনকেও গার মানাচ্ছে দেশীয় প্রযুক্তি ও পরিকল্পনায় তৈরি সেমি-হাই স্পিড ‘বন্দে ভারত’ এক্সপ্রেস। সর্বোচ্চ গতিতে বুলেট ট্রেন এগিয়ে থাকলেও গতি তোলার দিক থেকে বুলেট ট্রেনকে ছাপিয়ে গিয়েছে ‘বন্দে ভারত’। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব নিজে একটি ভিডিয়ো শেয়ার করে সেই তথ্য তুলে ধরেছেন৷ যেখানে স্পষ্ট দেখানো হয়েছে, শুরুতেই স্পিড তোলার ক্ষেত্রে বুলেট ট্রেনকে টেক্কা দিচ্ছে ‘বন্দে ভারত’। 

আরও পড়ুন- দেশের কোভিড গ্রাফ ঊর্ধ্বমুখী, মৃত্যু চিন্তা বাড়াচ্ছে

মেক ইন ইন্ডিয়া প্রকল্পের অধীনে চেন্নাইয়ের কারখানায় তৈরি করা হয় এই ট্রেন। ঘণ্টায় ১৮০ কিলোমিটার গতিতে ছুটে চলে বন্দে ভারত৷ অথচ কোনও ঝাঁকুনি অনুভব হয় না৷ কারণ, এই ট্রেনে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার করা হয়েছে৷ সম্প্রতি রেলমন্ত্রীর শেয়ার করা ভিডিয়োতে দেখা গিয়েছে, দেশীয় প্রযুক্তিতে তৈরি সেমি-হাই স্পিড বন্দে ভারত এক্সপ্রেস মাত্র ৫২ সেকেন্ডে ০ থেকে ১০০ কিমি ঘণ্টা প্রতি স্পিড তুলে দিতে পেরেছে। তবে জাপানের বুলেট ট্রেন ০ থেকে ১০০ কিমি ঘণ্টা প্রতি গতি তুলতে সময় নেয় ৫৫ সেকেন্ড। ভিডিয়োতে আরও দেখা গিয়েছে, বন্দে ভারত ট্রেনটি প্রতি ঘণ্টায় ১৮০ কিমি বেগে ছুটলেও জলভর্তি গ্লাস থেকে এক ফোঁটাও জল চলকে পড়েনি। 

রেললাইনে ঝড় তুলে সামান্য সময়ের মধ্যে যাত্রীকে গন্তব্যে পৌঁছে দিতে বন্দে ভারতের বিকল্প এদেশে নেই৷ তেমনটাই দাবি রেলকর্তাদের। এই ট্রেনের ট্রায়াল রানের ভিডিয়োতে দেখা গিয়েছিল, ১৮০ কিলোমিটার গতিবেগে দৌড়চ্ছে বন্দে ভারত। আর ট্রেনের মধ্যে একটি টেবিলে রাখা জলভর্তি গ্লাস৷ সেই জল সামান্য কাঁপলেও এক ফোঁটা জলও চলকে পড়ছে না। এদিকে, গ্লাসের ঠিক পাশে বসানো ডিজিটাল স্পিডোমিটার অ্যাপ বলছে, ট্রেনের গতিবেগ তখন ঘণ্টায় ১৮০ কিলোমিটার পেরিয়ে গিয়েছে।

বন্দে ভারত ট্রেনটি পরীক্ষামূলকভাবে চালানো হয় রাজস্থানের কোটা থেকে নাগদা রেলওয়ে স্টেশনের মধ্যে৷  ট্রায়ালে বেশ কয়েকবার ঘণ্টায় ১৮০ কিমি গতি তুলতে সক্ষম হয়। ট্রেনের গতি বোঝার জন্য চলন্ত ট্রেনের ভিতরে মোবাইল ফোনের স্ক্রিনে স্পিডোমিটার দিয়ে ট্রেনের স্পিড মাপা হয়। স্পিডোমিটারে দেখা গিয়েছে, ট্রেনের গতি ১৮০ থেকে ১৮৩ কিমি প্রতি ঘণ্টা৷ টুইটারে শেয়ার করা ওই ভিডিয়ো ব্যাপক ভাবে সাড়া ফেলেছে। বন্দে ভারতের জন্য ভারতীয় রেলকে অভিনন্দনও জানিয়েছেন নেটাগরিকরা৷