নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: করোনা ভাইরাস নিয়ে আতঙ্ক ছড়াচ্ছে সাধারণ মানুষের মধ্যে৷ টিকার অপেক্ষায় রয়েছে আসমুদ্র হিমাচল৷ তারমধ্যে শুক্রবার সর্বদল বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়ে দিলেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই প্রস্তুত হয়ে যাবে করোনা ভাইরাসের টিকা৷ বিজ্ঞানীরা সবুজ সংকেত দিলেই টিকা দেওয়া শুরু করা হবে বলে বিরোধী নেতাদের আশ্বাস দেন তিনি৷
করোনা টিকা নিয়ে বিরোধী দলের নেতাদের থেকে মতামত চান প্রধানমন্ত্রী মোদী। পাশাপাশি তিনি বলেন, ‘‘বিশেষজ্ঞরা মনে করছেন, করোনা টিকা আগামী কয়েক সপ্তাহের মধ্যে চলে আসবে৷ যখনই বিজ্ঞানীরা এই নিয়ে সবুজ সংকেত দেবেন, ভারতে টিকা দেওয়া শুরু করা হবে৷ টিকা দেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে স্বাস্থ্যকর্মী, করোনাযোদ্ধা, যে সমস্ত বয়স্ক মানুষ অন্য বিভিন্ন রোগে আক্রান্ত, তাঁদের।’’ এই নিয়ে আশা প্রস্তাব খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী৷ তিনি বলেন, ‘‘সব রাজনৈতিক নেতাকে আমি লিখিত ভাবে তাঁদের মতামত জানানোর অনুরোধ করছি৷ আমি আপনাদের আশ্বাস দিচ্ছি এই সমস্ত প্রস্তাব গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে।’’ তিনি বলেন, ভাইরাসের টিকা তৈরিতে সাফল্যের বিষয়ে আত্মবিশ্বাসী ভারতের বিজ্ঞানীরা, এবং সারা বিশ্ব সুরক্ষিত ও সস্তা টিকার অপেক্ষায় রয়েছে৷
প্রধানমন্ত্রী জানান, টিকার দাম নির্ধারণ করা নিয়ে সব রাজ্যের সঙ্গেই আলোচনা জারি রেখেছে সরকার। জনস্বাস্থের দিকে নজর রেখেই এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, ‘‘টিকা বিতরণ নিয়ে শর্ত এবং নিয়ম নিয়ে একসঙ্গে কাজ করবে কেন্দ্রীয় ও রাজ্য সরকার। টিকা বিতরণ করা এবং মূল্য নির্ধারণ নিয়ে অন্য চেয়ে এগিয়ে রয়েছে ভারতে।’’ এদিনের ভিডিও কনফারেন্স বৈঠকে উপস্থিত ছিলেন বিভিন্ন দলের সংসদীয় নেতারা৷ কংগ্রেস নেতা রাহুল গান্ধী বৈঠকের শুরুতে জানান, কখন সব ভারতবাসী টিকা পাবেন, সে বিষয়ে আলোকপাত করবেন প্রধানমন্ত্রী৷ গত সপ্তাহে করোনা টিকা প্রস্তুতি খতিয়ে দেখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিনের বৈঠকের পর টিকা নিয়ে কিছুটা আশাবাদী আমজনতা৷