যোগীর প্রদেশে উদ্ধার ২ তরুণীর ঝলসানো দেহ, অ্যাসিড-আগুন

ফের নারী নির্যাতন ও তারপর খুন করার জন্য শিরোনামে উঠে এল উত্তর প্রদেশের নাম। উত্তরপ্রদেশে খাটিয়ায় বাঁধা অবস্থায় এক মহিলার দগ্ধ দেহ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি অ্যাসিডে দগ্ধ অবস্থায় এক তরুণীর দেহ উদ্ধার করেছে উত্তরপ্রদেশের পুলিশ।

লখনউ: ফের নারী নির্যাতন ও তারপর খুন করার জন্য শিরোনামে উঠে এল উত্তর প্রদেশের নাম। উত্তরপ্রদেশে খাটিয়ায় বাঁধা অবস্থায় এক মহিলার দগ্ধ দেহ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি অ্যাসিডে দগ্ধ অবস্থায় এক তরুণীর দেহ উদ্ধার করেছে উত্তরপ্রদেশের পুলিশ।

উত্তরপ্রদেশের বিজেনৌরে জেলায় এক গ্রাম থেকে খাটিয়ায় বাঁধা এক মহিলার জ্বলন্ত দেহ উদ্ধার করা হয়েছে। মৃত দেহের পাশে তিনটি খালি কার্তুজ পাওয়া গিয়েছে। পুলিশ প্রাথমিকভাবে অনুমান করছে, প্রথমে গুলি করে ওই মহিলাকে খুন করা হয়। এরপর প্রমাণ নষ্ট করতে দিতে মহিলার গায়ে আগুন লাগিয়ে দেওয়া হয়। গ্রামবাসীরাই প্রথম মৃতদেহ দেখতে পায়। এরপর তারা পুলিশকে খবর দেয়। সিনিয়র পুলিশ অফিসার লক্ষ্মী নিবাস মিশ্র জানিয়েছেন, মৃতার ডিএনএ স্যাম্পেল সংগ্রহ করা হয়েছে।

ডিএনএ পরীক্ষার মাধ্যমে মহিলার পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। মহিলার সঙ্গে কোনওরকম যৌন নির্যাতন হয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। তারা জানিয়েছে, খুব দ্রুত মহিলার পরিচয় জানার চেষ্টা চালানো হচ্ছে যাতে, এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের গ্রেফতার করা যায়।

অন্য দিকে, উত্তর প্রদেশের বাহরিচ জেলা থেকে এক তরুণীর নগ্ন দেহ উদ্ধার করা হয়েছে। একটি জঙ্গলের কাছ থেকে তরুণীর দেহ উদ্ধার করা হয়। জানা গিয়েছে, তরুণীর দেহ অ্যাসিডে পুড়িয়ে দেওয়া হয়েছে। তরুণীকে যাতে শনাক্ত করা না যায়। তবে তরুণীর মুখের আদল বোঝা যাচ্ছে। প্রাথমিকভাবে পুলিশ মনে করছে, ওই তরুণীর বয়স ২০ বছরের আশেপাশে রয়েছে। ওই তরুণীকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে মনে করা হচ্ছে। তবে পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের পরেই সব জানা যাবে। পুলিশ ওই তরুণীর পরিচয় জানার চেষ্টা করছে। উত্তরপ্রদেশের দুই ঘটনার কোনও যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখছে বলে উত্তরপ্রদেশ প্রশাসনের তরফে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine − one =