ওয়াশিংটন: করোনা ভাইরাস কোভিড ১৯ এই মুহূর্তে গোটা বিশ্বের কাছে ত্রাস। নেওয়া হচ্ছি প্রয়োজনীয় উদ্যোগও। তবে করোনা 'মহামারী' থেকে এখনের জন্য মুক্তি মিললেও অদূর ভবিষ্যতে আবারও তৈরি হতে পারে এই পরিস্থিতি। বুধবার এমনই আশঙ্কা করেছেন মার্কিন বিজ্ঞানী অ্যান্টনি ফচি। তাই অবিলম্বে ভ্যাকসিন এবং উপযুক্ত চিকিৎসার বন্দোবস্ত করা দরকার বলে জানিয়েছেন তিনি।
ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ-এ সংক্রামিত রোগের ওপর গবেষণা করেছেন সিনিয়র বিজ্ঞানী অ্যান্টনি ফচি। দক্ষিণ গোলার্ধের দেশগুলির উদাহরণ দিয়ে তিনি আশঙ্কা করেছেন করোনার পরবর্তী প্রকোপের বিষয়ে। তিনি বলেন, 'আমরা দেখতে পাচ্ছি, দক্ষিণ আফ্রিকা এবং দক্ষিণ গোলার্ধের দেশগুলিতে শীতকাল পড়ার সঙ্গে সঙ্গেই এই ধরনের ঘটনা (করোনা) ঘটছে।' আর তা থেকেই তিনি মনে করছেন, 'যদি বাস্তবে এরকম প্রকোপ দেখা যায়, তাহলে আমাদের প্রস্তুত থাকা প্রয়োজন যে, করোনা এরপরও আসতে পারে।' এই পরিস্থিতিতে আমাদের কী করণীয়, সেই সমাধানও বাতলে দিয়েছেন অ্যান্টনি ফচি। তিনি বলেন, 'সুতরাং এই পরিস্থিতিতে আমাদের যে বিষয়ে জোর দেওয়া উচিত, তা হল ভ্যাকসিন তৈরির কাজ। অবিলম্বে তা তৈরি করতে হবে যাতে পরবর্তী প্রকোপ আসার আগেই আমরা প্রস্তুত থাকতে পারি।'
করোনার প্রতিষেধক প্রস্তুতের জন্য উঠে পড়ে লেগেছে গোটা পৃথিবীর গবেষকরা। ইতিমধ্যে বেশ কয়েকটি তথ্যও তুলে ধরেছেন তাঁরা। এর আগে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী বলেছিলেন, 'পরীক্ষামূলক প্রয়োগের ক্ষেত্রে পৃথিবীর অনেক দেশই একই ধরনের ওষুধ প্রয়োগ করে। আমেরিকা, অস্ট্রেলিয়া, জার্মানি, চীনের মতো দেশগুলি মূলত এইডস-এর চিকিৎসায় রেট্রোভাইরাল ওষুধ ব্যবহার করে। অতি সম্প্রতি একটি রিপোর্টে দেখা গেছে, নোভেল করোনা ভাইরাস প্রতিরোধে ইতিবাচক সাড়া ফেলেছে ক্লোরোকুইন।' ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের আমাদের বিজ্ঞানীরা এই বিষয়ে বিশেষ তদন্তে নিয়োজিত রয়েছেন বলেও জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথাতেও একই সুর শোনা গিয়েছে। মার্কিন বিজ্ঞানী ফচি বলেন, 'জানি, আমরা বর্তমান এই সমস্যা থেকে রেহাই পাব। তবে পরবর্তী প্রকোপ মোকাবিলার জন্য আমাদের কিন্তু প্রস্তুত থাকতেই হবে।'