অবশেষে মিলল করোনার নয়া প্রতিষেধক! শুরু পরীক্ষামূলক প্রয়োগ

অবশেষে মিলল করোনার নয়া প্রতিষেধক! শুরু পরীক্ষামূলক প্রয়োগ

ওয়াশিংটন:  করোনা সংক্রমণে জেরবার বিশ্ব৷ লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা৷ এই অবস্থায় কিছুটা হলেও আশার বানী শোনাল আমেরিকা৷ সোমবার থেকে সেদেশে করোনা ভাইরাসের ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হতে চলেছে বলে সূত্রের খবর৷

নাম প্রকাশে অনিচ্ছুক এক আধিকারিক জানান, সোমবার এই অভিযানে অংশগ্রহনকারী প্রথম ব্যক্তির উপর পরীক্ষামূলক ভ্যাকসিনের প্রয়োগ করা হবে৷ ভ্যাকসিনের ট্রায়ালের জন্য অর্থের যোগান দিচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ৷ কাজ চলছে আমেরিকার সিয়াটেলের কাইসের পার্মানেন্ট ওয়াশিংটন হেলথ রিসার্চ ইনস্টিটিউটে। তবে জনস্বাস্থ্য আধিকারিকরা জানিয়েছেন, ভ্যাকসিনটি সম্পূর্ণরূপে তৈরি হতে এক থেকে দেড় বছর সময় লেগে যাবে৷
 

জানা গিয়েছে, প্রথমে ৪৫ জন স্বাস্থ্যবান যুবকের উপর পরীক্ষামূলকভাবে ভ্যাকসিনের বিভিন্ন মাত্রা প্রয়োগ করা হবে৷ এই ভ্যাকসিন সম্পূর্ণভাবেই নিরাপদ৷ এর থেকে সংক্রমিত হওয়ার কোনও সম্ভাবনা নেই৷ কারণ এই ভ্যাকসিনে করোনা ভাইরাস নেই৷ ভ্যাকসিনের কোনও পার্শ্ব প্রতিক্রিয়া ধরা না পড়লে পরবর্তী ধাপে পা বাড়াবেন বিজ্ঞানীরা৷ নতুন প্রযুক্তিতে গড়ে তোলা এই টিকা প্রচলিত টিকার থেকে অনেক বেশি কার্যকর হবেই তাঁরা আশাবাদী৷ বিশ্বের বিভিন্ন প্রান্তে চলছে করোনার ভ্যাকসিন তৈরির কাজ৷ বেশ কিছু জায়গায় অস্থায়ী ভ্যাকসিন তৈরির চেষ্টা করা হচ্ছে, যাতে আরও দু’মাস সময় হাতে পাওয়া যায়৷

এদিকে, করোনায় ভারতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১৪৷ প্রাথমিক ভাবে কেরলে করোনা আক্রান্তের সংখ্যা বেশি থাকলেও, এ বার তাকে ছাপিয়ে গিয়েছে মহারাষ্ট্র। মহারাষ্ট্রে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬৷ সারা পৃথিবীতে এই মুহূর্তে করোনায় আক্রান্তের সংখ্যা প্রায় দেড় লক্ষ। ইতিমধ্যেই প্রায় সাড়ে ছ’হাজার মানুষের মৃত্যুও হয়েছে ওই রোগে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত চিনে৷ চিনের পর করোনার সবচেয়ে বেশি প্রকোপ পড়েছে ইটালিতে৷ সংক্রমণ ছড়িয়েছে স্পেন, আমেরিকা ও ইরানের মতো দেশগুলিতেও৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen + 13 =