দেশে বেলাগাম করোনা, আজই মার্কিন মুলুক থেকে আসছে টিকা-অক্সিজেন

দেশে বেলাগাম করোনা, আজই মার্কিন মুলুক থেকে আসছে টিকা-অক্সিজেন

নয়াদিল্লি:  তীব্র সমালোচনার মুখে সঙ্কটপূর্ণ কোভিড পরিস্থিতিতে ভারতকে সাহায্যের আশ্বাস দিয়েছেম বাইডেন প্রশাসন৷ টিকা তৈরির কাঁচামাল সহ অন্যান্য চিকিৎসা সামগ্রী ভারতে পাঠানো হবে বলে জানিয়েছে আমেরিকা৷ কিন্তু কবে আসবে সেই সাহায্য? জানা গিয়েছে ২৯ এপ্রিল থেকেই সাহায্য নিয়ে ভারতে আসতে শুরু করবে মার্কিন বিমান৷ 

আরও পড়ুন- পিএম কেয়ার্স ফান্ডে ৫০০ অক্সিজেন প্লান্ট তৈরি করবে DRDO

মার্কিন মুকুল থেকে আসছে অক্সিজেন কনসেনট্রটর, অক্সিজেন জেনারেশন ইউনিট, পিপিই, ভ্যাকসিনের উপকরণ এবং ব়্যাপিড ডায়গনস্টিক টেস্ট কিট৷ সম্পরতি এখটি টুইট করে মার্কিল প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ‘‘বিপদের সময় ভারত তাঁদের পাশে দাঁড়িয়েছিল। তাই ভারতের দুঃসময়ে আমেরিকাও তাদের পাশে দাঁড়াবে। টুইট করে তিনি বলেন, ‘সংক্রমণের প্রথম ঢেউয়ে আমাদের দেশের হাসপাতালগুলি যখন সমস্যার মধ্যে পড়েছিল, তখন ভারত যে ভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল, ঠিক সেই ভাবেই আমরা ভারতকে সাহায্য করতে বদ্ধপরিকর।’ এর পর টুইট করেন কমলা হ্যারিসও৷ তিনি বলেন, ‘উদ্বেগজনক পরিস্থিতিতে ভারতের বাড়তি সাহায্য এবং সরঞ্জাম প্রদানের জন্য কাজ করছে আমেরিকা। শুধু সাহায্য প্রদানই নয়, ভারতের সাহসী স্বাস্থ্যকর্মী-সহ সকল ভারতীয়দের জন্য প্রার্থনা করছি৷’’ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 + 1 =