ম্বই: যেখানে উরফি জাভেদ, সেখানেই বিতর্ক৷ তাঁর পিছনে যেন সর্বদাই ক্যামরা তাক করে ছুটছেন পাপারাৎজিরা৷ কখন কোন অদ্ভূত পোশাকে চমক দেবেন তিনি, তারই অপেক্ষায় থাকে নেটপাড়া৷ দিন কয়েক আগেই স্রেফ সেফটিপিনের পোশাকে শরীর ঢেকেছিলেন সোশ্যাল মিডিয়া সেনশেসন উরফি যাদব৷ তার পর তাঁকে দেখা গেল ব্রালেট টপের সঙ্গে জোড়া প্যান্টে৷ জানেন এবার কী করলেন তিনি?
আরও পড়ুন- বলিউড দাপিয়ে হলিউডে পাড়ি, নতুন সফরে আলিয়া-বাদশা-ধনুষ
উরফির ফ্যাশন স্টাইল চোখে না দেখলে বোঝা দায়৷ শুক্রবার এমন পোশাক পরে তিনি মুম্বইয়ের পথে নামলেন যে, তাঁকে দেখে ভিমড়ি খেলেন নেটিজেনরা৷ এবার তাঁকে দেখা গেল অদ্ভূত রকমের এক স্বচ্ছ প্যান্টে৷ গোলাপি-বেগুনি আভায় হলোগ্রাম ছাপ। সঙ্গে ম্যাচিং ব্রালেট টপ৷ উরফি যদিও অন্তর্বাস পরতে ভালোবাসেন না৷ তবে এদিন স্বচ্ছ প্যান্টের ভিতরে ছিল একই রকম অন্তর্বাস৷ উরফির এমন ‘হটকে’ লুক দেখে ঝড় উঠেছে নেটমাধ্যমে। কেউ কেউ কমেন্টে লিখেছেন, ‘আর আই পি ফ্যাশন’। অর্থাৎ, উরফির পাল্লায় পড়ে ফ্যাশনেরই বারোটা বেজে গিয়েছে!
এর আগেও উদ্ভট পোশাক পরে ট্রোলড হয়েছেন উরফি৷ তবে তিনি সে সবে পাত্তা দিতে নারাজ৷ বারবার ছক ভাঙার খেলাতেই তিনি মত্ত৷ উরফির তমকের অপেক্ষাতেই থাকে নেটপাড়া৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>