চোখের তলা ফুলে লাল! অস্ত্রপচার করিয়ে বিপাকে উরফি

চোখের তলা ফুলে লাল! অস্ত্রপচার করিয়ে বিপাকে উরফি

 মুম্বই: উরফি মানেই ব্যতিক্রম। বিতর্ক৷ একটি  রিয়্যালিটি শো থেকে উত্থান সোশ্যাল মিডিয়া স্টার উরফি জাভেদের৷ বরাবরই প্রচারমাধ্যমের পাদপ্রদীপে থেকেছেন তিনি। যদিও তাঁকে নিয়ে চর্চার অন্যতম কারণ তাঁর অদ্ভূত সাজসজ্জা ও বেশভূষা। নিত্যদিন নতুন নতুন উদ্ভট পোশাকে ধরা দিয়ে ঝড় তোলেন তিনি। যা নিয়ে বির্কও কম নয়। সে সব অবশ্য গায়ে মাখেন না উরফি৷ উল্টে সৌন্দর্য বাড়াতে অস্ত্রোপচার করিয়ে বসলেন৷ আর তাতেই বাড়ল বিপদ৷ 

বলিউডে কৃত্রিম পদ্ধতিতে সুন্দর হওয়ার চল রয়েছে৷ কেউ সার্জারি করিয়ে টিকোলো নাক বানিয়েছেন, কেই আবার বদলে ফেলেছেন ঠোঁটের আদল৷ তবে সব সময় যে অস্ত্রোপচার সফল হয়েছে তা কিন্তু নয়। বলিউডে এমন বহু অভিনেত্রী রয়েছেন যাঁরা, নিজেদের উপর ছুরি-কাঁচি চালিয়ে চেহারার বদল এনেছেন৷  তাঁদের মধ্যে উল্লেখযোগ্য আয়েশা টাকিয়া, অনুষ্কা শর্মা, কোয়েনা মিত্র, শিল্পা শেট্টি, কাজল, ক্যাটরিনা কইফের মতো তারকারা৷ কারও ক্ষেত্রে অস্ত্রপচার আশীর্বাদ হয়ে ধরা দিয়েছে৷ কারও কারও আবার কেরিয়ারই নষ্ট করে দিয়েছে। যেমন চোখের তলার কালি মুছতে ‘ফিলার’ করিয়ে বিপাকে পড়লেন উরফি। 

দীর্ঘ দিন ধরেই উরফির চোখের তলায় কালো ছোপ৷ যাকে চলতি ভাষায় বলে ‘ডার্ক সার্কেল’। অতীতে চোখের তলায় এই কালো ছোপের জন্য ট্রোলডও হতে হয়েছে তাঁকে। অগত্যা দাগ মেটাতে সার্জারির পন্থা নেন উরফি। কিন্তু এখন আফসোস করছেন অভিনেত্রী। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ছবি দিয়ে উরফি লিখেছেন, ‘‘আমার চোখের তলায় ডার্ক সার্কেলের জন্য বহুবার কটাক্ষের মুখে পড়তে হয়েছে। সেই কারণেই ফিলার করানোর সিদ্ধান্ত নিই। কিন্তু এখন মুখটাই জঘন্য লাগছে।’’ তিনি আরও লেখেন, ‘‘নিজের দিকে তাকাতেই পারছি না। মেকআপেও যেন ঢাকা পড়ছে না। এখন মনে হচ্ছে কেন করলাম?’’ যদিও খুব শীঘ্রই এই সমস্যার হাত থেকে তিনি মুক্তি পাবেন বলে আশাবাদী এই সোশ্যাল মিডিয়া স্টার৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 + 10 =