আপার প্রাইমারির ১৩ হাজারের তালিকা তৈরি, নিয়োগের জন্য তৈরি কমিশন

আপার প্রাইমারির ১৩ হাজারের তালিকা তৈরি, নিয়োগের জন্য তৈরি কমিশন

upper primary

কলকাতা: অবশেষে কাটতে চলছে আপার প্রাইমারির নিয়োগ জট৷ আপার প্রাইমারির ১৩ হাজারেরও বেশি শূন্যপদের তালিকা চলে এসেছে স্কুল সার্ভিস কমিশনের হাতে। হাই কোর্ট অনুমতি দিলেই এক-দেড় মাসের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া শুরু করে দেবে কমিশন। সবকিছু ঠিকঠাক থাকলে পুজোর ছুটির পরেই নিয়োগপত্র হাতে পেয়ে যাবেন চাকরি প্রার্থীরা। তেমনটা হলে শীঘ্রই স্কুলে যোগ দিতে পারবেন শিক্ষকরাও। স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানান, মেধা তালিকা প্রকাশিত হয়েছে৷ যথাসম্ভব নির্ভুলভাবেই মেধা তালিকা তৈরির চেষ্টা করেছে কমিশন। এখন শুধুই আদালতের নির্দেশ আসার অপেক্ষা।

২০১৫ সালের ১৬ অগাস্ট উচ্চ প্রাথমিকে নিয়োগের জন্য টেট পরীক্ষা হয়েছিল। ২০১৯ সালের ৪ অক্টেবর প্রথম মেধা তালিকা প্রকাশ করা হয়৷ কিন্তু তাতে বিস্তর দুর্নীতির অভিযোগ ওঠে। ২০২০ সালের ১১ ডিসেম্বর আদালতের নির্দেশে সেই তালিকা বাতিল হয়ে যায়। নতুন তালিকার ভিত্তিতে ২০২১ সালের ৩১ জুলাইয়ের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেয় আদালত। তবে সেই নির্দেশ কার্যকর করা সম্ভব হয়নি৷ শুধুমাত্র প্রার্থীদের ইন্টারভিউ সম্পন্ন হয়। এরপর মেধা তালিকা প্রকাশ হয়েছে। এবার কাউন্সেলিংয়ের পালা।

স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেন, “আপার প্রাইমারির চাকরির একেবারে শেষ পর্যায়ে। আদালতের অনুমতিক্রমে আমরা একটা মেধা তালিকা বা প্যানেল প্রকাশ করেছি। ২৫ অগাস্ট তা প্রকাশ করা হয়েছে। বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি উদয় কুমারের এজলাসে মামলা চলছে। পিটিশনারদের পক্ষ থেকে কিছু ল’ পয়েন্ট জমা পড়েছে। সেগুলির উত্তর দিতে হবে আমাদের। আমরা আশাবাদী পরবর্তী শুনানিতে নিশ্চয়ই কাউন্সেলিংয়ের অনুমতি পাব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − three =