২১ জুলাইয়ের সমাবেশ থিক থিকে ভিড়, বিদ্রোহী হয়েও মঞ্চে হাজির হলেন শুভাপ্রসন্ন

২১ জুলাইয়ের সমাবেশ থিক থিকে ভিড়, বিদ্রোহী হয়েও মঞ্চে হাজির হলেন শুভাপ্রসন্ন

 কলকাতা: ক’দিন আগেও তাঁর গলায় শোনা গিয়েছিল বিদ্রোহের সুর৷ বিদ্রোহী হয়েও একুশের সমাবেশে মঞ্চে উপস্থিত হলেন শিল্পী শুভাপ্রসন্ন ভট্টাচার্য৷ ইতিমধ্যেই এসে গিয়েছেন তৃণমূলের প্রথম সারির নেতারা। মঞ্চে রয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক, শান্তনু সেন, মালা রায়, প্রসূন বন্দ্যোপাধ্যায়। বিশেষ করে নজর কেড়েছেন চিত্রশিল্পী শুভাপ্রসন্ন। কারণ, সম্প্রতি যাঁর টিপ্পনি রাজ্য রাজনীতিতে বিতর্কের ঝড় তুলেছিল। শুভার পাশাপাশি মঞ্চে রয়েছেন শিল্পী তথা রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেনও। 

গত ১০ জুলাই পঞ্চায়েত নির্বাচনের ভোটগণনার আগের দিন শুভাপ্রসন্ন সংবাদমাধ্যমে বলেছিলেন, ‘‘যে ভোট গণতন্ত্রের উৎসব, সেখানে যদি এত মানুষের প্রাণ যায়, এই সংস্কৃতির যদি বদল না হয়, এখানে যা হয় সারা দেশে কোথাও হয় না৷’’ তিনি আরও বলেন, ‘সময় এসেছে, মুক্তমনা, বুদ্ধিজীবী মানুষ জোটবদ্ধ হয়ে ফের পথে নামুক৷ আমি আহ্বান জানাচ্ছি৷ আমার বিশ্বাস হাজার হাজার মানুষ তাতে যোগ দেবেন। আমরা আবার মিছিল করতে পারি, যে মিছিল আমরা করেছিলাম, সংস্কৃতি বদলের মিছিল৷’’ তাঁর পাঁচ দিনের মাথায় অবশ্য তিনি ভোল বদলে ফেলেন৷ বলেন, ‘‘আমরা তো রুদালি নই, যে কিছু হলেই দল বেঁধে কাঁদতে নেমে যাব। আমাদের একটা ভূমিকা আছে। সেটা সময় মতো পালন করব।’’

 
উল্লেখ্য, ২১ জুলাইয়ের মঞ্চে দলনেত্রী মমতা বন্দোপাধ্যায় ছাড়াও বক্তব্য রাখবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, পুরমন্ত্রী ফিরহাদ হাকিম, যুবনেত্রী সায়নী ঘোষ, রাজ্য সভাপতি সুব্রত বক্সীর মতো নেতারা। সভার শেষ বক্তা হবেন মমতা। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 5 =