‘রাম রাজ্যে’ তুলকালাম! পরীক্ষার খাতায় ‘জয় শ্রী রাম’ লিখেই পাশ ছাত্ররা, বরখাস্ত দুই অধ্যাপক

‘রাম রাজ্যে’ তুলকালাম! পরীক্ষার খাতায় ‘জয় শ্রী রাম’ লিখেই পাশ ছাত্ররা, বরখাস্ত দুই অধ্যাপক

imagesmissing

লখনউ: পরীক্ষার খাতায় ‘জয় শ্রী রাম’ লিখে পাশ ছাত্ররা৷ শুধু পাশই নয় মিলল একেবারে ৫৬ শতাংশ নম্বর! শুনতে অবাক লাগলেও, এমনই কাণ্ড ঘটেছে ‘রাম রাজ্যে’৷ উত্তর প্রদেশের একটি বিশ্ববিদ্যালয়ে ‘জয় শ্রী রাম’ এবং ক্রিকেটারদের নাম লিখেও উত্তীর্ণ হয়ে গিয়েছে প্রথমবর্ষের পড়ুায়ারা৷ এই ঘটনা সামনে আসতেই বিতর্কের ঝড়৷  পরীক্ষকের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতেই দুই অধ্যাপককে সাসপেন্ড করে দেন উপাচার্য।

অভিযোগ, জৌনপুরের বীর বাহাদুর সিং পূর্বাচল বিশ্ববিদ্যালয়ের ওই দুই অধ্যাপককে গান, ধর্মীয় স্লোগান লেখা উত্তরপত্রে নম্বরের বিনিময়ে শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ নিয়েছিলেন৷ ছাত্র নেতা তথা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র দিব্যাংশু সিং প্রধানমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যপাল এবং উপাচার্যকে একটি চিঠি পাঠিয়ে অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ের কিছু অধ্যাপক  শূন্য নম্বর পাওয়া ছাত্রদের ৬০ শতাংশের বেশি নম্বর দিয়ে পাস করিয়েছেন৷ 

এই বিশ্ববিদ্যালয়ের ডি-ফার্মার প্রথম এবং দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষায় এই দুর্নীতি হয়েছে৷ দিব্যাংশু ২০২৩ সালের ৩ অগাস্ট ডি ফার্মার প্রথম সেমিস্টারের ১৮ জন পরীক্ষার্থীর রোল নম্বর দিয়ে তাদের উত্তরপত্র পুনর্মূল্যায়নের দাবি জানান। পাশাপাশি তথ্যের অধিকার আইনে ৫৮ জন পড়ুয়ার উত্তরপত্র দেখতে চান। যদিও তাঁকে ৪২ টি উত্তরপত্র দেখানো হয়৷ তাতে দেখা যায়, থাকায় উত্তর না লিখে ‘জয় শ্রী রাম’ লিখেছেন ৪ পড়ুয়া। খাতা ভরাতে তাঁরা লিখেছেন দেশের ক্রিকেটারদের নামও৷ এতেই ৭৫-এর মধ্যে ৫২ পেয়েছেন ওই পড়ুয়া। অর্থাৎ ৫৬ শতাংশ নম্বর। এই ঘটনাটি সামনে আসতেই বিশ্ববিদ্যালয়ের তরফে একটি কমিটি গঠন করা হয়। ৮ মাস পর কমিটির রিপোর্টে বলা হয়, দুই শিক্ষকের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ সত্য।

ad 728x90 1

ad 728x90 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *