করোনা রুখতে নিষিদ্ধ পানমশলা, যোগী সরকারের নির্দেশে নেটপাড়ায় হুল্লোড়

করোনা সংক্রমণ রুখতে বিভিন্ন পদক্ষেপ করছে কেন্দ্র সরকার। পিছিয়ে নেই রাজ্যগুলিও। উত্তরপ্রদেশ সরকার এবার নিষেধাজ্ঞা জারি করল পান মশলা বিক্রির ওপর। অনির্দিষ্টকালের জন্য সেই রাজ্যে পান মশলা তৈরি ছাড়া বিক্রিতেও পড়ল বাধা। তবে করোনা সংক্রমণ রুখতে যোগী আদিত্যনাথ সরকারের এমন সিদ্ধান্তে সোশ্যাল মিডিয়ায় উঠেছে হাসির রোল। ট্রোল করছে নেটিজেনরা।

73eab66ae72328a342cfbb36a507eed0

লখনউ: করোনা সংক্রমণ রুখতে বিভিন্ন পদক্ষেপ করছে কেন্দ্র সরকার। পিছিয়ে নেই রাজ্যগুলিও। উত্তরপ্রদেশ সরকার এবার নিষেধাজ্ঞা জারি করল পান মশলা বিক্রির ওপর। অনির্দিষ্টকালের জন্য সেই রাজ্যে পান মশলা তৈরি ছাড়া বিক্রিতেও পড়ল বাধা। তবে করোনা সংক্রমণ রুখতে যোগী আদিত্যনাথ সরকারের এমন সিদ্ধান্তে সোশ্যাল মিডিয়ায় উঠেছে হাসির রোল। ট্রোল করছে নেটিজেনরা।

উত্তরপ্রদেশ সরকারের খাদ্য সুরক্ষা দফতরের তরফে একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 'পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত পান মশলা তৈরি, বিক্রি বা স্টক করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি হল।' সূত্রের খবর, বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, করোনা সংক্রমণ ঠেকাতেই এহেন পদক্ষেপ করেছে রাজ্য সরকার। এই নিয়ম অমান্য করলে আইনানুগ ব্যবস্থাও নেওয়া হবে বলে জানানো হয়েছে সরকারের তরফে। সেই নির্দেশকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় তৈরি হচ্ছে জল্পনা। টুইটারে নেটিজেনরা শেয়ার করছেন যোগী সরকারের এই সিদ্ধান্ত নিয়ে তাঁদের মতামত। এক টুইটার ব্যবহারকারী লিখেছেন, 'করোনা ভাইরাস মোকাবিলায় উত্তরপ্রদেশ সরকার পান মশলা ও গুটখায় নিষেধাজ্ঞা জারি করেছে।