লোকসভার আগে বঙ্গ বিজেপি’তে রদবদলের ইঙ্গিত! কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত, সভাপতি শুভেন্দু?

লোকসভার আগে বঙ্গ বিজেপি’তে রদবদলের ইঙ্গিত! কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত, সভাপতি শুভেন্দু?

5a627473544870cd702547d3ab107e8c

কলকাতা:  লোকসভা ভোটের আগে বঙ্গ বিজেপি’তে বড়সড় রদবদলের ইঙ্গিত৷ শুভেন্দু অধিকারীকে রাজ্য সভাপতি করার প্রস্তাব কেন্দ্রীয় বিজেপি’র৷ অন্যদিকে, সুকান্ত মজুমদারকে কেন্দ্রীয় মন্ত্রী করার প্রস্তাব দেওয়া হয়েছে৷  দিলীপের পদ-হারার দিনই বঙ্গ বিজেপিতে রদবদলের জল্পনায় তোলপাড় রাজ্য রাজনীতি। 

জানা গিয়েছে, শনিবার কেন্দ্রীয় বিজেপি’র তরফে ফোন করে শুভেন্দু অধিকারীর কাছে রাজ্য সভাপতি হওয়ার জন্য প্রস্তাব রাখা হয়েছে৷ যদিও সেই প্রস্তাব এখনও চূড়ান্ত হয়নি৷ অন্যদিকে, বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজমদারের কাছে এসেছে কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার প্রস্তাব৷ তাৎপর্যপূর্ণ বিষয় হল, চলতি সপ্তাহে সপরিবারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছেন সুকান্ত মজুমদার৷ সেই সময়ই তাঁকে কেন্দ্রীয় পূর্ণমন্ত্রী হওয়ার জন্য প্রস্তাব দিয়েছেন বলে বিজেপি সূত্রে খবর৷ অন্যদিকে, আজ সকালে বিজেপি’র যে জাতীয় তালিকা প্রকাশিত হয়েছে তাতে দেখা গেল, সর্বভারতীয় সহ সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে দিলীপ ঘোষকে৷

উল্লেখ্য, রাজ্যে পঞ্চায়েত ভোট হওয়ার মুখে সর্বভারতীয় রাজনীতিতে চার রাজ্যে সভাপতি পদে পরিবর্তন করেছে বিজেপি৷ এ রাজ্যে ভোট চলায় পশ্চিমবঙ্গে সভাপতি পরিবর্তন করা হয়নি৷ তবে কি এবার রাজ্য সভাপতি পদে পরিবর্তন আনা হবে? সেই প্রশ্ন যখন উঠছিল তখনই এল পরিবর্তনের ইঙ্গিত৷ ইতিপূর্বে বহুবার শুভেন্দু অধিকারীর উপর আস্থা রেখেছে কেন্দ্রীয় নেতৃত্ব৷ তাঁরা ব্যাটন রাখতে চাইছেন একটি হাতে৷ সেই প্রেক্ষিতে দেখতে গেলে বঙ্গ বিজেপি’র একমাত্র মুখ হিসাবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের জন্য শুভেন্দু অধিকারীকেই প্রথম পছন্দ হিসাবে তুলে ধরতে চাইছে কেন্দ্রীয় বিজেপি৷ সম্ভবত সেই কারণেই বিধানসভার বিরোধী দলনেতা এবং রাজ্য বিজেপি সভাপতি, দুটি পদের জন্যই ভাবা হচ্ছে শুভেন্দু অধিকারীকে৷ যদিও এই বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি৷ তবে আনুষ্ঠানিক ঘোষণা যে কোনও সময় হতে পারে বলেই জানা যাচ্ছে৷ 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *