শাহের সভার আগে শান্তিকুঞ্জে কেন্দ্রীয় মন্ত্রী, তবে কি গেরুয়া হচ্ছেন শিশির?

শাহের সভার আগে শান্তিকুঞ্জে কেন্দ্রীয় মন্ত্রী, তবে কি গেরুয়া হচ্ছেন শিশির?

মেদিনীপুর:  এগরায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভার আগে শান্তিকুঞ্জে বিজেপি নেতৃত্ব৷ আগামীকাল শাহের সভার আগে শিশির অধিকারীর সঙ্গে বৈঠক করলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী মনসুখ এল মান্ডব৷ উপস্থিত ছিলেন কাঁথি সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি৷ তবে কি শিশির অধিকারীর বিজেপি যোগ নিশ্চিত৷ আগামীকালই অমিত শাহের হাত ধরেই কি গেরুয়া হবেন বর্ষীয়ান তৃণমূল সাংসদ? 

আরও পড়ুন- কোভিডের নামে টাকা, নরেন্দ্র মোদী করবে ফাঁকা: মমতা

জানা গিয়েছে, আগামীকাল এগরা শহরে অমিত শাহের সভায় উপস্থিত থাকবেব শিশির অধিকারী৷ জোড় জল্পনা ওই সভাতেই অমিত শাহের হাত ধরে বিজেপি’তে যোগদান করতে চলেছেন তিনি৷ আজ শান্তিকুঞ্জে গিয়ে দীর্ঘক্ষণ শিশির অধিকারীর সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী৷ আলোচনা শেষে কাঁথি’র সাংগঠনিক জেলার সভাপতি শিশির অধিকারীকে অমিত শাহের সভায় আসার জন্য আমন্ত্রণও জানান৷ এর পরেই শিশির অধিকারীর বিজেপি যোগের জল্পনা আরও জোরাল হতে শুরু করেছে৷ তবে আগামীকাল শাহের সভায় শিশির অধিকারী উপস্থিত থাকবেন কিনা, সেটাই দেখার বিষয়৷ তবে আজ শান্তিকুঞ্জে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রীর বৈঠকের পর শিশির অধিকারীর বিজেপিতে যোগদান শুধু সময়ের অপেক্ষা বলেই মনে করা হচ্ছে৷ 

প্রসঙ্গত, বেশ কিছু দিন ধরেই জোরাল হচ্ছিল শিশির অধিকারীর বিজেপি যোগের গুঞ্জন৷ তৃণমূল ত্যাগ না করলেও, দলের সঙ্গে তাঁর সম্পর্ক তলানিতে ঠেকেছে৷ দলে থেকেই তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, প্রয়োজন পড়লে ছেলে শুভেন্দু অধিকারীর হয়ে নন্দীগ্রামে প্রচারে নামতে তিনি প্রস্তুত৷ দিন কয়েক আগে শান্তিকুঞ্জে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেছিলেন লকেট চট্টোপাধ্যায়। তাঁকে মেয়ের মতো সামনে বসে খাইয়েছিলেন শিশিরবাবু। এর পর আজ তাঁর বাড়িতে বিজেপি২র কেন্দ্রীয় নেতৃত্ব।  

আরও পড়ুন- আপদ বিদায় হয়েছে বাঁচা গেছে! কার উদ্দেশে বললেন মমতা?

শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পর বিজেপি শিবিরে যোগ দিয়েছেন তাঁর ভাই সৌমেন্দু অধিকারী৷ তাঁর আরেক ভাই দিব্যেন্দুর বিজেপি যোগও এখন সময়ের অপেক্ষা৷ প্রসঙ্গত, একটি জনসভা থেকে শান্তিকুঞ্জে পদ্ম ফোটানের কথা বলেছিলেন শুভেন্দু৷  
   

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − 13 =