১০ বছর মমতার কাজে উচ্ছ্বসিত বিশ্বব্যাঙ্ক, ভূয়সী প্রশংসায় ইউনিসেফ

১০ বছর মমতার কাজে উচ্ছ্বসিত বিশ্বব্যাঙ্ক, ভূয়সী প্রশংসায় ইউনিসেফ

imagesmissing

কলকাতা: বিধানসভা নির্বাচনের আগে শাসক দলকে কোণঠাসা করতে মরিয়া বিরোধীরা। কিন্তু গত ১০ বছর ধরে পশ্চিমবঙ্গে দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী যে কাজ করে দেখিয়েছেন শত বিরোধিতাও তাকে ম্লান করতে পারল না। রাজ্য জুড়ে চালু করা একাধিক প্রকল্পের জন্য আরো একবার আন্তর্জাতিক প্রশংসা কুড়োলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

খাদ্যসাথী, সবুজ সাথী কন্যাশ্রী এবং সম্প্রতি দুয়ারে সরকারের মতো রাজ্য সরকারি প্রকল্প গুলির ভূয়সী প্রশংসা করেছে বিশ্বব্যাঙ্ক, ইউনিসেফ এবং ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউএনডিপি), এমনটাই জানা গেছে সূত্রের খবরে। গতকার নবান্ন থেকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে  ‘দুয়ারে সরকার’ প্রকল্পের সাফল্যের খতিয়ান প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই সূত্রেই বিশ্ব ব্যাঙ্ক, ইউনিসেফ এবং ইউএনডিপির প্রতিনিধিরা মুখ্যমন্ত্রীর কাজের প্রশংসা করেন।

‘দুয়ারে সরকার’ প্রকল্পের খতিয়ান দেখে ভার্চুয়াল বৈঠকে বিশ্ব ব্যাঙ্কের ভারতীয় প্রতিনিধি জুনেইদ কামাল আহমেদ বলেন, “একটি অত্যন্ত ভালো উদ্যোগ। এটা চালিয়ে যেতে হবে। আমাদের পক্ষ থেকে যতটা সাহায্য দরকার, আমরা করব।” করোনা অতিমারীর পরিস্থিতিতে এই ধরণের সরকারি প্রকল্প নিঃসন্দেহে প্রশংসনীয় বলে জানিয়েছেন তিনি।

কন্যাশ্রী, সবুজ সাথীর মতো প্রকল্পের প্রসঙ্গ টেনে ইউনিসেফের ইয়াসমিন আলি হক বলেন, “রাজ্যের ছাত্র ছাত্রীদের, বিশেষত ছাত্রীদের জন্য সরকার যে উদ্যোগ নিয়েছে তা প্রশংসার দাবি রাখে। সরকারি প্রকল্পে ছাত্রীরা সুফল পেয়েছে। তবে তারা ঠিকঠাক পড়াশুনো চালিয়ে যাচ্ছে কিনা, তা দেখা দরকার।” প্রশংসা করেছেন ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রামের (ইউএনডিপি) প্রতিনিধিও। “খুব ভালো প্রকল্প। সরকারের সদিচ্ছা না থাকলে এই ধরণের প্রকল্পের উদ্যোগ নেওয়া যায় না”, বলেছেন তিনি।

গতকাল ‘দুয়ারে সরকার’ এবং ‘পাড়ায় সমাধান’ প্রকল্পের সাফল্যের খতিয়ান প্রকাশের সঙ্গে সঙ্গে ‘চোখের আলো’ নামের নতুন প্রকল্পের সূচনাও করেন মুখ্যমন্ত্রী। বিনামূল্যে চোখের চিকিৎসা পৌঁছে দেওয়া হবে সেই প্রকল্পে। এদিনের অনুষ্ঠানে সাংবাদিক ছাড়াও হাজির ছিলেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *