ফিরবে করোনা স্মৃতি? ‘অজানা’ নিউমোনিয়া কতটা ভয়ঙ্কর? জবাব দিল চিন

ফিরবে করোনা স্মৃতি? ‘অজানা’ নিউমোনিয়া কতটা ভয়ঙ্কর? জবাব দিল চিন

বেজিং: করোনা অতিমারির ক্ষত এখনও দগদগে৷ এরই মধ্যে অজানা নিউমোনিয়ায় কাবু গোটা চিন৷ সবচেয়ে বেশি আক্রান্ত বেজিং এবং লিয়াওনিং প্রদেশ৷ যা নিয়ে উদ্বেগে বিশ্বস্বাস্থ্য সংস্থা (হু)৷ কতটা সংক্রমণের সম্ভাবনা রয়েছে? এটা কতটা বিপজ্জনক? বিশ্বস্বাস্থ্য সংস্থাকে আস্বস্থ করে বেজিং জানাচ্ছে, অজানা নিউমোনিয়া নিয়ে বাড়তি উদ্বেগের কোনও কারণ নেই। নতুন করে যে নিউমোনিয়া ছড়িয়েছে তা আতঙ্কের নয়৷ 

যদিও একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট বলছে, চিনের বর্তমান পরিস্থিতি করোনাকালের মতো৷ সেই সময় যেমন চিন-সহ গোটা বিশ্বের চিকিৎসা ব্যবস্থা সংকটের মধ্যে পড়েছিল, অজানা  নিউমোনিয়ার দাপটে ঠিক তেমনই হাল চিনের কিছু কিছু এলাকার হাসপাতালে৷ এই রোগে মূলত শিশুরা আক্রান্ত হলেও বড়দের শরীরেও থাবা বসিয়েছে এই রোগ। পড়ুয়া এবং শিক্ষকরা অসুস্থ হয়ে পড়ায় বেজিং এবং লিয়াওনিংয়ের বেশ কিছু স্কুল বন্ধ করে দিতে হয়েছে৷ 

‘অজানা’ নিউমোনিয়ার মূল উপসর্গ হল জ্বর ও শ্বাসকষ্ট। এক্ষেত্রে সর্দি বা কাশি থাকছে না৷ বিশ্বস্বাস্থ্য সংস্থা বলছে, গত তিন বছরের তুলনায় চলতি বছর ইনফ্লুয়েঞ্জার মতো রোগ কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে চিনে। তবে এ বিষয়ে কোনও বিস্তারিত তথ্য নেই। গত বুধবার অজানা নিউমোনিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য চেয়েছিল হু৷ তার জবাবেই বেজিং জানিয়েছে, উদ্বেগের কোনও কারণ নেই৷ কারণ, এটা নতুন কোনও প্যাথোজেন বা কোনও নভেল ভাইরাসের মাধ্যমে ছড়ায়নি৷ সাধারণ জীবানুই এই নিউমোনিয়ার জন্য দায়ী৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *