উৎসবেও অনিশ্চিত শীতকালীন অধিবেশন! করতা প্রভাব পড়বে দেশে?

উৎসবেও অনিশ্চিত শীতকালীন অধিবেশন! করতা প্রভাব পড়বে দেশে?

নয়াদিল্লি: বাদল অধিবেশন শুরু করা হলেও পরে করোনা পরিস্থিতির কারণে মাঝপথেই তা মুলতুবি করে দেওয়া হয়৷ এমনকী প্রশ্নোত্তর পর্ব রাখা হয়নি৷ করোনা পরিস্থিতির কারণে এবার অনিশ্চয়তায় সংসদের শীতকালীন অধিবেশন৷ শীতকালীন অধিবেশন না ডেকে একবারে বাজেট অধিবেশন করা হতে পারে আলোচনা শুরু হয়েছে বলে সূত্রের খবর৷

সূত্রের খবর, শীতকালীন এবং বাজেট অধিবেশন একসঙ্গে অথবা শুধুমাত্র বাজেট অধিবেশন করা নিয়েই আলোচনা শুরু হয়েছে সরকারের অন্দরে৷ এখনও পর্যন্ত লোকসভা বা রাজ্যসভার সচিবালয় সংসদ শুরুর কাজ এখনও হাতে নেয়নি৷ সূত্রের খবর, যদি প্রশ্নোত্তর পর্ব থাকে, সেক্ষেত্রে সংসদ সদস্যদের ১৫ দিন আগে জানতে হয়, ফলে আগে থেকে প্রশ্ন পাঠাতে পারেন তাঁরা৷’’

করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় শীতকালীন অধিবেশন না করা নিয়ে আলোচনা চলছে বলে খবর৷ যেহেতু সংসদ শুরু করলে, সাংসদরা উপস্থিত থাকবেন এবং মানুষের সংস্পর্শে আসবেন, সচিবালয়ের কর্মীদের সঙ্গেও সংস্পর্শে আসার সম্ভাবনা প্রবল, সেই বিষয় মাথায় রেখেই সিদ্ধান্ত নিতে হবে সরকারকে৷ করোনা সতর্কতা বা প্রটোকল বজায় রাখলেও, এগুলির সম্ভাবনা থেকেই যাচ্ছে৷ সাধারণভাবে, নভেম্বর শীতকালীন অধিবেশন শুরু হয় এবং চলে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত৷

সূত্রের খবর, বাদল অধিবেশনের সময় করোনা আক্রান্তের সংখ্যা ২০০০-৩০০০ এর বেশি ছিল না, তখন অধিবেশনের মেয়াদ কমানো হয়৷ এখন সেই সংখ্যা পৌঁছেছে ৭০০০-এর ওপর৷  জানা গিয়েছে, ‘‘বাদল অধিবেশনের শুরু এবং মেয়াদ মিলিয়ে ৩০ জনেরও বেশি সংসদ করোনা আক্রান্ত হন৷ আক্রান্তের সংখ্যায় রাশ টানতে রোজ পরীক্ষা সুনিশ্চিত করা হয়েছিল৷ আগামী বছরের জানুয়ারির শেষ সপ্তাহে সংসদের অধিবেশন, বাজেট অধিবেশন শুরু হতে পারে বলে সূত্রের খবর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − 1 =