ব্রিটেনে লাল ঝড়! মসনদে আসছে লেবার পার্টি, বহু পিছিয়ে ঋষি সুনকের দল

লন্ডন: ব্রিটেনের মসনদে সুনক জমানার ইতি প্রায় নিশ্চিত৷ এবারের ভোটে কনজারভেটিভদের ‘ঐতিহাসিক পরাজয়’ হতে চলেছে বলে আগেই ইঙ্গিত মিলেছিল। বুথ ফেরত সমীক্ষার ফল যে মিলবেই,…

লন্ডন: ব্রিটেনের মসনদে সুনক জমানার ইতি প্রায় নিশ্চিত৷ এবারের ভোটে কনজারভেটিভদের ‘ঐতিহাসিক পরাজয়’ হতে চলেছে বলে আগেই ইঙ্গিত মিলেছিল। বুথ ফেরত সমীক্ষার ফল যে মিলবেই, তেমনটা নয়৷ তবে কখনও কখনও তা মিলে যায় বৈকি। ব্রিটেনের নির্বাচনে বুথ ফেরত সমীক্ষা বলছে, ব্রিটেনে প্রধানমন্ত্রীর কুর্সিতে বসতে চলেছেন বামপন্থী ‘লেবার পার্টি’র নেতা কিয়ার স্টারমার। গণনাতেও মিলল সেই ইঙ্গিত৷ ভারতীয় সময় সকাল ৮টা পর্যন্ত পাওয়া পরিসংখ্যান অনুসারে ১১৮টি আসনে জয়ী বা এগিয়ে রয়েছে লেবার পার্টি। মাত্র ১৫টি আসনে মিলেছে কনজারভেটিভ পার্টির অস্তিত্ব। লিবেরাল ডেমোক্র্যাটসরা এগিয়ে ১৪টি আসনে৷ নতুন দল রিফর্ম ইউকে এগিয়ে রয়েছে দু’টিতে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *