UGC-NET বাতিল! নেপথ্যে কি ‘ডার্ক নেটের’ অন্ধকার দুনিয়া? CBI-হাতে বড় তথ্য

নয়া দিল্লি: মঙ্গলবার ছিল পরীক্ষা৷ বুধবারই জুনের ইউজিসি-নেট বাতিল করে দিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক৷ পরীক্ষা শেষ হওয়ার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই পরীক্ষা বাতিলের সিদ্ধান্তের কথা…

নয়া দিল্লি: মঙ্গলবার ছিল পরীক্ষা৷ বুধবারই জুনের ইউজিসি-নেট বাতিল করে দিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক৷ পরীক্ষা শেষ হওয়ার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই পরীক্ষা বাতিলের সিদ্ধান্তের কথা জানানো হয়৷ ইতিমধ্যেই নেট তদন্তে শুরু করেছে সিবিআই।

 

রাষ্ট্রমন্ত্রকের কাছে খবর আসে, নেট পরীক্ষায় ত্রুটি রয়েছে। একাধিক অনিয়ম ঘটেছে৷ সে কারণেই তড়িঘড়ি ওই পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেয় শিক্ষামন্ত্রক৷ এরই মধ্যে নেট নিয়ে উঠে এল চাঞ্চল্যকর তথ্য৷ ইউজিসি-নেট পরীক্ষা বাতিলের নেপথ্যে অন্যতম কারণ কি ‘ডার্ক নেটের’ অন্ধকার দুনিয়া? সাইবার জালিয়াতদের একটি গ্যাং এর সঙ্গে যুক্ত রয়েছে বলে তথ্য খুঁজে পেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা।

 

বৃহস্পতিবার ভারতীয় দণ্ডবিধির ৪২০ ধারায় প্রতারণা এবং ১২০বি ধারায় অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগে মামলা রুজু করে তদন্ত শুরু করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। একাধিক অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।

কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে খবর, ডার্ক নেটে পাঁচ-ছয় লাখ টাকার বিনিময়ে মিলছিল নেটের প্রশ্ন। তদন্তে নেমে এমন একাধিক সংস্থার খোঁজ মিলেছে। ডার্ক নেট ছাড়া একাধিক ম্যাসেজিং প্লাটফর্মেও নেটের প্রশ্ন পাওয়া যাচ্ছিল৷ তেমনটাই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর। সিবিআই-এর গোয়েন্দাদের অনুমান, এই প্রশ্ন ফাঁসের নেপথ্যে রয়েছে একটি সাইবার ক্রাইম গ্রুপ৷ সেই সূত্র ধরেই তদন্তকে এগিয়ে নিয়ে যাচ্ছেন গোয়েন্দা অফিসাররা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *