শিয়ালদহ: শিয়ালদহ রেল স্টেশনের কাছে দু’টি লোকাল ট্রেনের ধাক্কা। বুধবার সকালে শিয়ালদহ কারশেডের কাছে দুর্ঘটনাটি ঘটে। কারশেডমুখী ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে রানাঘাট লোকালেন৷ একটি ট্রেন ফাঁকা থাকলেও, রানাঘাট লোকাল ছিল যাত্রী বোঝাই৷ তবে অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা৷ ক্ষতিগ্রস্ত চালকের কামরা৷ দুর্ঘটনার জেরে শিয়ালদহ মেন লাইনে পর পর দাঁড়িয়ে পড়েছে একাধিক ট্রেন৷ ভোগান্তিতে যাত্রীরা৷ প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, সিগন্যাল সংক্রান্ত বিভ্রাটের জন্যেই পাশাপাশি ধাক্কা লাগে ট্রেন দু’টির। ধাক্কার তীব্রতা আর একটু বেশি হলেই ঘটতে পারত বড়সড় অঘটন৷
আরও পড়ুন- ডিসেম্বরের গোড়ায় তাপমাত্রা বাড়ল ৫ ডিগ্রি, ফের কবে নামবে পারদ?
বুধবার দুপুর ১২টা নাগাদ শিয়ালদহ কারশেডের কাছে দুর্ঘটনাটি ঘটে। সূত্রের খবর, এদিন শিয়ালদহ স্টেশনের ৬ নম্বর প্ল্যাটফর্ম থেকে কারশেডের দিকে যাচ্ছিল একটি খালি রেক৷ সেই সময় আপ রানাঘাট লোকালও বেরোচ্ছিল ৩ নম্বর প্ল্যাটফর্ম থেকে। রেল সূত্রে জানা যাচ্ছে, শিয়ালদহ ডিআরএম অফিস পেরনোর পরই ওই খালি রেকটি রানাঘাট লোকালকে পাশ থেকে ধাক্কা মারে। সেই ধাক্কা খুব জোরালো না হলেও ক্ষতিগ্রস্ত রানাঘাটগামী ট্রেনের চালকের কামরা। তবে এই ঘটনায় বিশেষ কেউ আহত হননি। কোনও যাত্রীও ট্রেন থেকে পড়েও যাননি। তবে কারশেডগামী ট্রেনটির লাইন থেকে নেমে গিয়েছে। ক্ষতি হয়েছে রেললাইনেরও।
রেল সূত্রে আরও জানা যাচ্ছে, এই ঘটনায় কোনও ‘হিউম্যান এরর’ হয়ে থাকলে তা ২৪ ঘণ্টার মধ্যে খুঁজে বার করে শাস্তি দেওয়া হবে। তবে প্রাথমিক ভাবে অনুমান, সিগন্যালের গন্ডোগোলের জেরেই দুর্ঘটনাটি ঘটেছে৷ দু’টো ট্রেনের কোনও এক জন চালক সিগন্যাল দেখতে ভুলও করে থাকতে পারেন। এমন সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না রেল।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>