গৃহস্থের বারান্দা থেকে মহিলার অন্তর্বাস চুরি, শ্রীঘরে যুবক! ভিডিও ভাইরাল

গৃহস্থের বারান্দা থেকে মহিলার অন্তর্বাস চুরি, শ্রীঘরে যুবক! ভিডিও ভাইরাল

মিরাট: ‘বান্টি অর বাবলি’ সিনেমাটির কথা মনে আছে নিশ্চয়, যেখানে দু’জন চোর মিলে তাজমহল বেচে দিচ্ছিল! আরও কত কিছুই না বেচে দেওয়ার দৃশ্য দেখা গিয়েছিল ওই হিন্দি সিনেমায়৷ বাস্তবেও চুরি বিভিন্ন ধরনের৷ তা বলে মহিলাদের অন্তর্বাস চুরি! সত্য সেলুকাস কী বিচিত্র এই দেশ! এমনই এক ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের মিরাটে। নমাজ পড়তে যাওয়ার পথে মহিলার অন্তর্বাস চুরি করল এক যুবক। সেই ছবি ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়৷ আর এই ধরনের মজাদার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল না হয়ে পারে৷

শচীন গুপ্তা নামের একটি প্রোফাইল থেকে ভিডিওটি শেয়ার করা হয়েছিল। ভিডিও ভাইরাল হওয়ার পর তা স্থানীয়দের নজরেও আসে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, স্কুটারে করে দুই যুবক এলাকায় ঢোকে৷ দুই যুবকের মধ্যে একজন মাথায় টুপি পরে নমাজ পড়তে চলে যান। আর একজন সেই সুযোগে বাড়ির বারান্দায় শুকোতে দেওয়া মহিলার অন্তর্বাস চুরি করেন। চুরি করা অন্তর্বাসটি আবার স্কুটারের মধ্যে লুকিয়ে রাখেন। জানা গিয়েছে, ঘটনাটি মিরাটের সদর বাজার থানা এলাকায় ঘটেছে। এলাকার বাসিন্দারাই সদর বাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে মহম্মদ রোমিন নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মহম্মদ আসসাক নামের আর এক অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করে সদর থানার পুলিশ। পরে গ্রেফতার করা হয় অভিযুক্ত যুবককে৷

 

কিন্তু কেন এমন কাজ করলেন তাঁরা? তাও আবার ঠিক নমাজ পড়তে যাওয়ার আগে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর পুলিশের অনুমান, কোনও গুপ্ত বিদ্যার চর্চা করার জন্যই এই ভাবে মহিলাদের অন্তর্বাস চুরি করে যুবক। স্থানীয়দেরও একই ধারণা। এই ধরনের অদ্ভুত ঘটনায় হতবাক এলাকাবাসী৷ এমনকী প্রথমে অভিযোগ পেয়ে অবাক হয়ে গিয়েছিলেন পুলিশের কর্মীরাও। ঘটনার উপযুক্ত তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে। প্রয়োজনে মনোবিদের সাহায্যও নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 3 =