কলকাতা: তাঁরা যমজ ভাই৷ জন্মের ব্যবধান ২৫ মিনিট। আর মাধ্যমিকে প্রাপ্ত নম্বরের ফারাক মাত্র দুই। আর সেই দু’নম্বরের ব্যবধানেই দুই যমজ ভাইয়ের একজন মাধ্যমিকে চতুর্থ এবং অন্যজন ষষ্ঠ স্থান অধিকার করল। তারা দু’জনেই নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের পড়ুয়া৷ নাম অনীক বারুই ও অনীশ বারুই৷ দুই ভাইকে নিয়ে এখন চর্চা তুঙ্গে।
এতকাল তাদের চেহারগত মিল নিয়ে লোকে কথা বলত৷ কথা হত মেধাবী দুই ভাইয়ের পড়াশোনা নিয়ে৷ শুক্রবার মাধ্যমিক পরীক্ষার মেধা তালিকায় দেখা গেল, বরাবরের মতো জীবনের প্রথম বড় পরীক্ষাতেও তাঁরা পাশাপাশি স্থান দখল করেছে৷ উল্লেখযোগ্য বিষয় হল, দক্ষিণ ২৪ পরগনা জেলা থেকে মেধা তালিকায় স্থান পাওয়া ১৪ জন ছাত্রছাত্রীর মধ্যে রয়েছে সুন্দরবন অঞ্চলের এই দুই কৃতী ছাত্রের নাম। শহরাঞ্চলের সঙ্গে টক্কর দিয়ে সুন্দরবনের মতো প্রত্যন্ত অঞ্চলের স্কুলের পড়ুয়ারাও যে সামনের সারিতে উঠে আসছে, এই ঘটনা তারই প্রমাণ৷
অনীক ও অনীশের নজরকাড়া সাফল্যে স্বভাবতই উচ্ছ্বসিত তাদের পরিবার ও স্কুলের শিক্ষক-শিক্ষিকারা৷ মাধ্যমিকে অনীশের প্রাপ্ত নম্বর ৬৮৯। মেধা তলিকায় তাঁর স্থান চতুর্থ৷ ২৫ মিনিটের ছোট ভাই অনীক পেয়েছে ৬৮৭৷ তাঁর স্থান ষষ্ঠ৷ দুই ভাই-ই ভবিষ্যতে ডাক্তার হতে চায়। খেলার মধ্যে ফুটবল, আর ফুটবলারদের মধ্যে মেসি তাঁদের সবচেয়ে পছন্দের। তবে খাবারের পছন্দে কিছুটা পার্থক্য রয়েছে। একজনের পছন্দ বিরিয়ানি। অন্যজন আইসক্রিম পেলে আর কিছু চায় না৷ তাদের মা সুপর্ণা বারুই জানান, ছোট থেকেই দুই ভাই ভাল ফল করে আসছে৷ পরীক্ষায় তাদের ফলাফলের ব্যবধান এক-দু’নম্বরের বেশি কোনও দিনই হয়নি। ওদের মধ্যে প্রতিযোগিতা থাকলেও তা কখনও রেষারেষির জায়গায় পৌঁছয়নি।