কলকাতা: রাত পোহালেই গ্রাম বাংলাজুড়ে পঞ্চায়েত ভোট৷ গতকাল শেষ হয়েছে প্রচার পর্ব৷ সেই শেষ হতে না হতেই ফের অশান্ত কোচবিহারের দিনহাটা। বৃহস্পতিবার রাতে তিন বিজেপি কর্মীকে লক্ষ্য করে গুলি করার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনার অভিঘাতে জখম হয়েছেন আরও এক বিজেপি কর্মী। বিজেপির নিশানায় তৃণমূল৷ যদিও সেই অভিযোগ মানতে চায়নি শাসক দল৷
বৃহস্পতিবার রাতে দিনহাটা ২ নম্বর ব্লকের বামনহাট ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের কালমাটি এলাকায় ঘটনাটি ঘটেছে। ইতিমধ্যে ঘটনার তদন্তে নেমেছে সাহেবগঞ্জ থানার পুলিশ। হামলার সঙ্গে যুক্ত এক দুষ্কৃতীকে ধরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে বলে স্থানীয় সূত্রে খবর।
দলীয় কর্মীদের উপর আক্রমণের খবর পেয়েই রাতে দিনহাটা মহকুমা হাসপাতালে ছুটে যান বিজেপির কোচবিহার জেলা কমিটির সদস্য জয়দীপ ঘোষ। আহত বিজেপি কর্মীদের শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়ার পাশাপাশি এক হাত নেন শাসক তৃণমূলকে৷ তিনি বলেন, ‘‘প্রচার শেষে প্রার্থীর বাড়ির সামনে আমাদের কর্মীরা বসে ছিলেন। হঠাৎ করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বাইকে করে এসে গুলি বোমা ছুড়তে শুরু করে। আমাদের তিন কর্মী গুলিবিদ্ধ হয়েছেন এবং এক জন আহত। তাঁর মাথায় চোট লেগেছে।’’ যদিও তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছে।