ওয়াশিংটন: নভেম্বরের ভোটেই জনগণ তাঁদের রায় জানিয়ে দিয়েছিলেন, কিন্তু সেই রায় হজম করে নিতে নিতে ডিসেম্বর পেরিয়ে চলে এল জানুয়ারি। নতুন বছরের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশেষে নিজের হার মেনে নিচ্ছেন, এমনটাই খবর আন্তর্জাতিক সূত্রে। মেয়াদ শেষ হলে শান্তিপূর্ণ ভাবেই চেয়ার ছাড়বেন, জানিয়েছেন তিনি।
আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে ডোনাল্ড ট্রাম্পের মেয়াদ রয়েছে আর মাত্র ১৩ দিন। জানুয়ারির শেষ সপ্তাহেই ৫ বছরের চেনা প্রেসিডেন্টের চেয়ারটি ছেড়ে দিতে হবে জো বাইডেনের জন্য। নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের এই জয় যেন কিছুতেই মেনে নিতে পারছিলেন না ডোনাল্ড ট্রাম্প। কিন্তু অবশেষে যতই শেষের দিন ঘনিয়ে আসছে, ততই যেন সুর নরম হচ্ছে ট্রাম্পের।
এদিন হোয়াইট হাউস থেকে একটি ভিডিও বার্তা জনগণের সঙ্গে শেয়ার করেন ডোনাল্ড ট্রাম্প। সেখানে তিনি মার্কিন ভবনে (Capitol) সম্প্রতি তাঁর নাম নিয়ে যে হিংসা ছড়ানো হয়েছে তাঁর তীব্র বিরোধিতা করেছেন। সেই সঙ্গে প্রেসিডেন্ট হিসেবে নিজের মেয়াদ যে ফুরিয়ে আসছে সে কথাও মেনে নিয়েছেন তিনি। নভেম্বর মাসে নির্বাচনের ফল প্রকাশের পর এই প্রথম প্রকাশ্যে একথা স্বীকার করে নিতে দেখা গেল ডোনাল্ড ট্রাম্পকে। যদিও এদিনের ভিডিও বার্তায় নবনির্মিত মার্কিন প্রেসিডেন্ট ডেমোক্র্যাট দলের জো বাইডেনের নাম নেন নি রিপাবলিকান ট্রাম্প। তিনি বলেন, ‘‘২০ জানুয়ারি একটি নতুন প্রশাসনের সূচনা হতে চলেছে। এখন আমার একমাত্র লক্ষ্য সুশৃঙ্খল মসৃণ নির্বিঘ্ন ক্ষমতার হস্তান্তর। এটা মেনে নেওয়ার সময়।’’
বস্তুত বুধবার মার্কিন ভবনে ট্রাম্পের সমর্থনে তৈরি হওয়া অশান্তির জেরে নতুন করে একাধিক জায়গা থেকে প্রবল সমালোচনার মুখে পড়েন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাউথ ক্যালিফোর্নিয়ার এক অফিসারের কথায়, ‘‘আমি পরবর্তী নির্বাচন নিয়ে চিন্তিত নই, আমি আগামী ১৪টা দিন কীভাবে কাটবে তাই নিয়ে চিন্তিত।’’ এই অশান্তির সুযোগে ট্রাম্পকে কার্যত তুলোধুনো করেছেন বিরোধী ডেমোক্রেটিক শিবিরও। এমনকি নির্দিষ্ট সময়ের আগেই ইমপিচমেন্ট প্রক্রিয়ার মাধ্যমে ট্রাম্পের অপসারণের দাবিও ওঠে বুধবার। সেই আক্রমণের পরেই এদিন ভিডিও বার্তায় নরম শুনিয়েছে ডোনাল্ড ট্রাম্পের গলা। বুধবারের অশান্তির সমস্ত অভিযোগ অস্বীকার করার পাশাপাশি ১৩ দিন পর সুষ্ঠুভাবে মসনদ ত্যাগের কথাও জানিয়েছেন তিনি। আমেরিকাবাসীর প্রতি তাঁর বার্তা, ‘‘প্রেসিডেন্ট হিসেবে আপনাদের সেবা করার সুযোগ পেয়ে আমার জীবন ধন্য হয়ে গেছে।’’ সেই সঙ্গে ইঙ্গিতপূর্ণ ভাবে নিজের সমর্থকদের উদ্দেশ্যে ট্রাম্প জানান, ‘‘আমাদের অসাধারণ যাত্রা সবে শুরু হচ্ছে।’’