টিআরপিতে ব্যাপক রদবদল, ধরাশায়ী অনুরাগের ছোঁয়া,বেঙ্গল টপার হল কে?

টিআরপিতে ব্যাপক রদবদল, ধরাশায়ী অনুরাগের ছোঁয়া,বেঙ্গল টপার হল কে?

trp 

কলকাতা: চলতি সপ্তাহের টিআরপি তালিকা দেখে বেশ ঝটকা লাগতে পারে৷ চলতি সপ্তাহে টপারের পজিশন হারিয়েছে অনুরাগের ছোঁয়া৷ যদিও এর আগেও এমনটা হয়েছে৷ তবে প্রথম স্থান থেকে সোজা পাঁচে নেমে গিয়েছে সূর্য-দ্বীপার কেমিস্ট্রি৷ তবে পুজোর সপ্তাহেও ভালো ফল করেছে জগদ্ধাত্রী৷ জ্যাসের অ্যাকশন বেঁধে রেখেছে দর্শকদের৷ ৬.৭ রেটিং নিয়ে বেঙ্গল টপার জি বাংলার এই ধারাবাহিক৷ 

পুজোর আবহে সৃজন-পর্ণার ডিভোর্সের মশলায় দ্বিতীয় স্থান দখল করেছে নিম ফুলের মধু৷ এই ধারাবাহিকের রেটিং ৬.৫৷ ৬.৪ পয়েন্ট পেয়ে তিন নম্বরে রয়েছে ফুলকি৷ মা কালীর সামনে বলি দিয়ে রোহিতের জীবন থেকে শালিনীকে দূর করার পণ করেছে ফুলকি।   টিআরপি রেটিং-এ চার নম্বরে রয়েছে ‘কার কাছে কই মনের কথা’৷ শিমুল আর তাঁর শাশুড়ি মায়ের সম্পর্কের সমীকরণ বদলাতেই দর্শকদের মনে ধরেছে মানালির এই ডেইলি সোপ৷ অন্যদিকে, ৬.২ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে ‘অনুরাগের ছোঁয়া’৷ মিশকা জেলে যেতেই শান্ত সূর্য-দীপার জীবন৷ এতেই মুখ ফিরিয়েছে দর্শক৷ 

দেখে নেওয়া যাক এই সপ্তাহের সেরা দশের তালিকা-

*প্রথম: জগদ্ধাত্রী (৬.৭)

*দ্বিতীয়: নিম ফুলের মধু (৬.৫)

*তৃতীয়: ফুলকি (৬.৪)

*চতুর্থ: কার কাছে কই মনের কথা (৬.৩)

*পঞ্চম: অনুরাগের ছোঁয়া (৬.২)

*ষষ্ঠ: Love বিয়ে আজকাল (৫.৭)

*সপ্তম: জল থই থই ভালোবাসা/ রাঙা বউ/ সন্ধ্যাতারা (৫.৩)

*অষ্টম: হরগৌরী পাইস হোটেল/ ইচ্ছে পুতুল (৫.১)

*নবম: তোমাদের রাণী (৫.০)

*দশম: বাংলা মিডিয়াম (৪.৮)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 4 =