ফের লকডাউনের কবলে ত্রিপুরা? কী বলছেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব?

৫ দিনের লকডাউন হতে চলেছে বলে একটি ভিডিও ভাইরাল হয়েছে

ত্রিপুরা: ২০১৯ সালের নভেম্বর মাস নাগাদ প্রথম দেখা মিলেছিল করোনা ভাইরাসের। প্রায় এক বছরেরও বেশি সময় ধরে বিশ্ব জুড়ে তাণ্ডব চালানোর পর অবশেষে আবিষ্কৃত হয়েছে করোনা ভাইরাসের প্রতিষেধক ভ্যাকসিন। বিশ্ব জুড়ে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে ভাইরাসের টিকাকরণও। কিন্তু এখনো যে করোনা কাঁটা সম্পূর্ণ দূর হয়নি, মিলেছে তার একাধিক ইঙ্গিত। ভারতের বিভিন্ন রাজ্যেই নতুন করে সংক্রমণ ছড়ানোর জন্য ফের লকডাউন ঘোষণা করার কথাও বলা হয়েছে।

উত্তর পূর্বের ত্রিপুরা রাজ্যেও গত কয়েক দিন ধরে করোনার সংক্রমণ বেড়ে গেছে অস্বাভাবিক হারে। শুধু তাই নয়, রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব দেব করোনা পরিস্থিতি মোকাবিলার জন্য ফের ৫ দিনের সম্পূর্ণ লকডাউন ঘোষণা করছেন, এমনটাই জানা গিয়েছিল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল খবরে। কিন্তু এই ঘোষণা ঠিক কতটা সত্যি? সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া খবরের সত্যতা নিয়ে যারপরনাই সন্দিহান হয়ে উঠেছিলেন ত্রিপুরাবাসী জনগণ। অবশেষে তাঁদের প্রশ্নের উত্তর পাওয়া গেল।

ত্রিপুরায় ৫ দিনের জন্য লকডাউন ঘোষণা করছেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব, সোশ্যাল মিডিয়ায় গত কয়েকদিন ধরে ছড়িয়ে পড়েছিল এমনই এক ভিডিও। কিন্তু এই ভিডিও যে একেবারেই সত্যি নয়, সম্পূর্ণ ভুয়ো, এদিন তা বিবৃতির মাধ্যমে জানিয়েছে ত্রিপুরা রাজ্য সরকার। ফের লকডাউন ঘোষণার কথা ছড়িয়ে পড়ায় স্বভাবতই রাজ্য বাসীর মধ্যে ব্যাপক চাঞ্চল্য এবং অনিশ্চয়তা ছড়িয়ে পড়েছিল। এদিনের ঘোষণায় তা থেকে খানিক স্বস্তি মিলেছে।

ঠিক কী ছিল ভাইরাল ও ভিডিওতে? সোশ্যাল মিডিয়ার দেওয়ালে দেখা যাচ্ছিল, ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব জানাচ্ছেন, রবিবার থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত ৫ দিন রাজ্য জুড়ে ফের হবে লকডাউন। করোনাকে ঠেকাতেই সরকারের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছিলেন তিনি। এদিন এই ভিডিওকে ভুয়ো বলে দাবি করে এক বিবৃতিতে বলা হয়েছে, “এই ভুয়ো ভিডিও কেউ বিশ্বাস করবেন না। এর বিরুদ্ধে প্রশাসন আইনি ব্যবস্থা নেবে।” বিভ্রান্তি সৃষ্টিকারী ভিডিওটি অবশ্য রাতারাতি উধাও হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়া থেকে। তবে দোল উৎসব উপলক্ষ্যে রবিবার ও সোমবার মোটরবাইক চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে ত্রিপুরা সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *