রামায়ণ থেকে মহাভারত, সব গুলিয়ে নয়া ‘বিপ্লব’ ঘটালেন মুখ্যমন্ত্রী!

রামায়ণ থেকে মহাভারত, সব গুলিয়ে নয়া ‘বিপ্লব’ ঘটালেন মুখ্যমন্ত্রী!

আগরতলা:  বেফাঁস মন্তব্যে বিপাকে মুখ্যমন্ত্রী৷ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে আয়োজিত একটি অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় গুলিয়ে ফেললেন রামায়ণ-মহাভারত৷

বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বেফাঁস মন্তব্যে ফাঁপড়ে পড়েছেন রাজনৈতিক নেতারা৷ তবে এই বিষয়ে অনেকটাই এগিয়ে রয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ ফের বিতর্কের শিরোনামে উঠলেন তিনি৷ সাম্প্রতিক সংযোজন নারী দিবসের একটি অনুষ্ঠান৷ সোমবার আগরতলায় বিপ্লব মহামঞ্চে আয়োজিত ওই অনুষ্ঠানে ভাষণ দিতে মহাকাব্যিক বিভ্রাট ঘটান তিনি৷

বিজেপি শাসিত ত্রিপুরার মুখ্যমন্ত্রী বলেন, রামায়ণে সীতার স্বয়ম্বর সভায় তাঁর পানিপ্রার্থী হতে তীর-ধনুক হাতে তুলে নিয়েছিলেন পান্ডব শ্রেষ্ঠ অর্জুন৷ মাছের চোখ লক্ষ্য করে তীর ছুঁড়েছিলেন তিনি৷ মুখ্যমন্ত্রীর এহেন মন্তব্যে হতবাক উপস্থিত মানুষ৷ মঞ্চে উপস্থিত অভ্যাগতরাও স্তম্ভিত৷ তবে নিমেষেই নিজেকে সামলে নেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব৷ সাবলীল ভাবেই বক্তব্য শেষ করেন তিনি৷ যদিও তাঁর এই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই হাসির রোল ওঠেছে৷ সমালোচনাও হয়েছে বিস্তর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − 9 =