নন্দীগ্রামে তৃণমূল বনাম বিজেপি, ১৭ গ্রামের প্রচারে অভিনবত্ব দুই শিবিরে!

নন্দীগ্রামে তৃণমূল বনাম বিজেপি, ১৭ গ্রামের প্রচারে অভিনবত্ব দুই শিবিরে!

 

নন্দীগ্রাম: আসন্ন বিধানসভার নির্বাচন নিয়ে ইতিমধ্যেই রাজ্য জুড়ে চায়ের কাপে তুফান উঠতে শুরু করেছে। রাজ্যের সবচেয়ে হাই ভোল্টেজ কেন্দ্র হিসেবে নন্দীগ্রাম পাচ্ছে ‘ফাইভ স্টার’ পরিষেবা। এবার সেই নন্দীগ্রামেই বিস্তর তারকা সমাবেশের সম্ভাবনা দেখা দিয়েছে। এক পক্ষের তারকা প্রচারের পাল্টা দেবে অন্য পক্ষের হেভিওয়েট নেতাদের রোড শো। মুখোমুখি সম্মুখ সমরে নেমেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও তার একসময়ের প্রিয় পাত্র শুভেন্দু অধিকারী। প্রতিদ্বন্দিতায় কেউই কোনও খামতি রাখছেন না। ভোটের প্রচার চলছে জোড় কদমে। সেই প্রচারে চমক আনতে এবার তারকা সমাবেশের পথে হাঁটতে চায় তৃনমূল। পাল্টা কেন্দ্রীয় নেতাদের নিয়ে এসে রোড শো করার ইচ্ছে প্রকাশ শুভেন্দুর।

নন্দীগ্রাম দুটি ব্লকে বিভক্ত, নন্দীগ্রাম ১ এবং  নন্দীগ্রাম ২। এই দুটি ব্লক মিলে মোট সতেরোটি গ্রাম পঞ্চায়েত রয়েছে। তৃণমূলত্যাগী বিজেপির হেভিওয়েট প্রার্থী শুভেন্দু অধিকারী চান, এই ১৭ ষটি গ্রাম পঞ্চায়েত এলাকায় কেন্দ্র থেকে ১৭ জন হেভিওয়েট নেতাকে নিয়ে এসে রোড শো করতে। মেদিনীপুরের ভূমিপুত্রের মতে, ভোটের প্রচারে জনসংযোগের জন্য সমাবেশের থেকে রোড শো অনেক বেশি কার্যকরী। এদিকে তার বিরোধী প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় পায়ে চোট পাওয়ায় রোড শো করতে পারবেন না বলে ধরে নিয়েছে বিজেপি। যদিও চোট পাওয়ার তিনদিন পরে হুইলচেয়ারে বসেই গান্ধী মূর্তির পাদদেশে থেকে হাজরা পর্যন্ত মিছিল করেন মুখ্যমন্ত্রী। তবে তৃণমূল সুপ্রিমো এখনই সেই পথে না গিয়ে প্রচারের জন্য বিশেষ এক ফন্দি এঁটেছেন।

এমনিতেই জোড়া ফুল শিবিরের তারকা’র ছড়াছড়ি। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাদের সম্পর্কও অত্যন্ত ঘনিষ্ঠ। তাই তৃণমূল সুপ্রিমো ১৭ জন তারকা নিয়ে ১৭টি গ্রাম পঞ্চায়েতে প্রচার করতে চান। ইতিমধ্যেই তৃণমূলে তারকা সাংসদ হিসেবে রয়েছেন দেব, নুসরত জাহান ও মিমি চক্রবর্তী। পুরনো রাজনৈতিক সঙ্গী হিসেবে রয়েছেন অভিনেত্রী-সাংসদ শতাব্দী রায়ও। গত কয়েক মাসে নতুন করে বেশ কয়েকজন তারকা যোগ দিয়েছেন তৃণমূল শিবিরে। তাদের বেশ কয়েকজন বিধানসভা নির্বাচনের টিকিট পেয়েছেন। তাদের মধ্যে রয়েছেন সায়নী ঘোষ, রাজ চক্রবর্তী, কাঞ্চন মল্লিক, জুন মালিয়া, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, কৌশানী মুখোপাধ্যায় প্রমুখ। টেলিজগৎ থেকে রয়েছেন লাভলী মৈত্র, শ্রীতমা মুখোপাধ্যায়, রনিতা দাস প্রমূখরা। রয়েছেন সংগীত শিল্পী অদিতি মুন্সিও। এদের মধ্যে অনেকেই ভোটে লড়ছেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাদের সম্পর্ক এতোটাই ঘনিষ্ঠ যে তাদের প্রিয় ‘দিদির’ অনুরোধ তারা হয়ত ফেলতে পারবেন না। ইতিমধ্যেই ঘাটালের তারকা সাংসদ-অভিনেতা দেব নন্দীগ্রামে একটি সভা করে মঞ্চ থেকে ‘খেলা হবে’ বলে হুঁশিয়ারি দিয়ে গিয়েছেন। তিনি এও জানিয়েছেন, প্রয়োজন হলে তিনি ফের নন্দীগ্রামে আসবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + 1 =