ভয়ঙ্কর নন্দীগ্রাম! ভয়ে বাড়ি থেকেই বেরল না তৃণমূলের পোলিং এজেন্ট, পুলিশকে ফেরাল পরিবার

ভয়ঙ্কর নন্দীগ্রাম! ভয়ে বাড়ি থেকেই বেরল না তৃণমূলের পোলিং এজেন্ট, পুলিশকে ফেরাল পরিবার

নন্দীগ্রাম: দ্বিতীয় দফায় হাইভোল্টেজ নন্দীগ্রাম থেকে উঠে এল ভয়ঙ্কর ঘটনা৷ ভয়ে বাড়ি থেকেই বেরতেই পারলেন না নন্দীগ্রামের বয়ালের তৃণমূল কংগ্রেসের এজেন্ট মৃণালকান্তি জানা৷ পুলিশ বাড়ি বয়ে তাঁকে ডেকে আনতে গেলেও হাতজোড় করে তাদের ফিরিয়ে দিলেন ওই পোলিং এজেন্টের মা ও স্ত্রী৷ 

আরও পড়ুন-  ১০০% বুথে এজেন্ট দিতে পারেননি মমতা! ভোট নিয়ে খুশি শুভেন্দু

তৃণমূলের অভিযোগ ছিল, এখানে তৃণমূলের এজেন্টকে বসতে দিচ্ছে না বিজেপি৷ এই ঘটনার প্রতিবাদে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূলের কর্মীরা৷ অভিযোগ, বিজেপি’র লোকজন পোলিং এজেন্টকে নানাভাবে ভয় দেখাচ্ছে৷ এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় বয়ালে৷ খবর পেয়েই সেক্টর অফিস থেকে অফিসাররা এসে পৌঁছন৷ কিন্তু তাঁরা আসার আগেই সমস্ত ফাইল ছিড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ৷ 

এদিন তৃণমূলের এজেন্ট মৃণালকান্তি জানার বাড়ি পৌঁছয় পুলিশ৷ পুলিশ নিজে এজেন্টকে নিয়ে আসাতে যায়৷ কিন্তু পুলিশ পৌঁছতেই ওই এজেন্টের স্ত্রীর দাবি, সবাই মিলে বারবার হুমকি দিয়ে যাচ্ছে৷ এর মধ্যে কী ভাবে বেরবে? তিনি জানান, বিজেপি’র লোকজন দু’দিন ধরে তাঁর স্বামীকে হুমকি দিচ্ছে৷ বাড়িতে এসে জামা ছিঁড়ে শাঁসিয়ে গিয়েছে৷ মৃণালকান্তির মা বলেন, আমার আর কেউ  নেই৷ আমি ছেলেকে যেতে দিতে পারব না৷ এই অভিযোগ শোনার পর পুলিশের আশ্বাস, কেউ কোনও ভাবে হামলা করবে না৷ পুলিশ জানতে চায়, নির্বাচন কমিশনের কোনও নম্বরে তাঁরা ফোন করে অভিযোগ জানিয়েছেন কিনা? 
 

পুলিশ বলে, অভিযোগ না জানালে আমরা কী ভাবে জানব যে আপনাদের এসে ভয় দেখানো হচ্ছে৷ আপনি যখন হোক ফোন করবেন৷ আপনাদের নিরাপত্তার দায়িত্ব আমাদের৷ কিন্তু তাতেও মানতে নারাজ মৃণালকান্তির পরিবার৷ তাঁর মা বলেন, আপনারা চলে গেলে ওরা আবার আসবে৷ হাতজোড় করে রীতিমতো কান্নাকাটি করে পোলিং এজেন্ট মৃণালকান্তি জানার মা ও স্ত্রী পুলিশকে জানায়, তাঁরা পোলিং এজেন্ট দিতে পারবে না৷ পুলিশ নিজে তৃণমূলের এজেন্টকে নিয়ে যেতে এলেও হাতজোড় করে ক্ষমা চেয়ে নেন তাঁরা৷ তাঁদের কথায়, পুলিশ চলে গেলে কী হবে, তা নিয়ে আমাদের কোনও ভরসা নেই৷ 

আরও পড়ুন- নন্দীগ্রামে বিজেপি কর্মীর রহস্যমৃত্যু, কী বলছে কমিশনের রিপোর্ট?

রাজ্য রাজনীতিতে এ এক ভয়ঙ্কর ঘটনা৷  গতকালও যিনি এজেন্ট হিসাবে সই করে এসেছেন, আজ তাঁর মা হাত জোড় করে কেঁদে বলছেন আমার ছেলে যেতে পারবে না৷ এটা কোনও ভাবেই ভোটের সুস্থ পরিবেশ নয়৷ আসল পরিবর্তনের এটা ট্রেলার হলে ফিল্ম হবে আরও মারাত্মক!   প্রসঙ্গত, এই ঘটনার রিপোর্ট চেয়েছে কমিশন৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 + 10 =