হুগলি: দলের কাজে খুশি নন। তাই প্রকাশ্যেই এবার দলের বিরুদ্ধে মুখ খুললেন হুগলি উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক প্রবীর ঘোষাল। তবে কী এবার দলের মধ্যেই গোষ্ঠীকোন্দলের সূত্রপাত হল শাসক শিবিরে? লোকসভা নির্বাচনের পর থেকে দল ও সংগঠনের কাজে অখুশি প্রবীর দুষলেন তারই দলের হুগলি জেলা সভাপতি দিলীপ যাদবকে।
২০১৯ সালের লোকসভা নির্বাচনে হুগলি জেলার ৩টি কেন্দ্রের ২টিতে জিতেছে তৃণমূল। জয়ের মার্জিনও যে খুব বেশি ছিল, তা নয়। অনেক বিধানসভা কেন্দ্রেই এগিয়ে ছিল বিজেপি। তাই ভোটের পরে হুগলি জেলার সংগঠনকে আরও শক্তিশালী করতে তৎকালীন জেলা সভাপতি তপন দাশগুপ্তকে সরিয়ে তার জায়গায় উত্তরপাড়া পুরসভার পুরপ্রধান দীলিপ যাদবকে জেলা সভাপতি পদের দায়িত্ব দেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিকে দিলীপ যাদবের ‘অ্যান্টি’ বলে পরিচিত প্রবীর ঘোষাল জানিয়েছেন, ‘‘গত ২ বছরে হুগলি জেলা তৃণমূলের অবস্থার উন্নতি তো একেবারেই হয়নি, বরং আরও খারাপ হয়েছে।’’ তাঁর আরও অভিযোগ, ‘‘আমার এলাকায় একটি রাস্তা আছে যা ২টি পঞ্চায়েতের মধ্যে দিয়ে যায়। কিন্তু রাস্তাটির অবস্থা খুবই খারাপ। এলাকার মানুষ দীর্ঘদিন ধরে রাস্তা মেরামতের দাবি তুললেও কাজের কাজ কিছুই হয়নি। আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের অক্লান্ত পরিশ্রমের পরও উন্নয়নে খামতি থেকে যাচ্ছে। যার জন্য মানুষের মধ্যে তৃণমূল নিয়ে ক্ষোভ তৈরি হচ্ছে।’’ জেলা সভাপতি দিলীপ যাদব অবশ্য পাল্টা জানিয়েছেন, ‘‘কোনও কিছু বলতে হলে দলীয় ফোরামে রয়েছে। সেখানে আবেদন করলে নিশ্চয়ই উদ্যোগ নেওয়া হবে।’’ যদিও এ বিষয়ে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব এখনও কোনও মন্তব্য করেনি৷