ঝাড়গ্রাম: ভোটে কারচুপি নিয়ে তৃণমূলের করা সমস্ত অভিযোগের পাল্টা দিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বললেন, “সব ভাঁওতাবাজির অভিযোগ। হেরে যাচ্ছে বলে এগুলো বলছে।” ঝাড়গ্রামের বুথে শনিবার সকাল সকাল ভোটও দিলেন বিজেপি রাজ্য সভাপতি।
শনিবার শুরু হল রাজ্যে প্রথম দফার ভোট গ্রহণ। সকাল থেকে উত্তপ্ত দক্ষিণবঙ্গের ৫ জেলা। বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে ইভিএম মেশিনে কারচুপির অভিযোগ। তৃণমূলের পক্ষ থেকে বহু বুথে অভিযোগ করা হচ্ছে, “ইভিএমে জোড়াফুলের ছাপ মারা বোতাম টিপে তৃণমূলকে ভোট দিতে গেলে সেই ভোট কীভাবে যেন বিজেপির দিকে চলে যাচ্ছে।” পশ্চিম ও পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন ভোটকেন্দ্রে মানুষের এই অভিযোগে উত্তপ্ত হয়েছে এলাকা। এবার তৃণমূলের সেই অভিযোগের পাল্টা জবাব দিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
দিলীপবাবু জানালেন, “তৃণমূল জানে যে ওরা হেরে যাচ্ছে। সেই জন্যই এসব উল্টোপাল্টা কথা বলছে। এ ধরনের অভিযোগ করার জন্য তৃণমূলের কমিশনের কাছে যাওয়া উচিত। মাননীয়া মমতা ব্যানার্জি এবং তৃণমূল চাপে আছে, সে কারণেই এসব বলছে।” এদিকে প্রথম দফাতেই ঝাড়গ্রামের একটি ভোটকেন্দ্রে নিজের ভোট দান করলেন বাংলার বিজেপি রাজ্য সভাপতি।