কলকাতা: আসন্ন বিধানসভা নির্বাচনের আগে খুঁটিনাটি বিষয়কে কেন্দ্র করে প্রায় প্রতিদিনই উত্তাপ ছড়াচ্ছে বঙ্গ রাজনীতিতে। ভোটের মুখে দলবদলের কালো মেঘে বিপর্যস্ত শাসক শিবিরকে কোণঠাসা করতে উঠে পড়ে লেগেছে বিজেপি। সেই আবহেই এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে আক্রমণ করে ফের বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়।
রেশনের চাল-গম প্রভৃতির বণ্টনে দুর্নীতির অভিযোগে দীর্ঘদিন ধরে শাসক দলকে আক্রমণ করে আসছে বিজেপি। এবার রাজ্যে করোনা ভাইরাসের টিকাকরণকে কেন্দ্র করেও অনুরূপ অভিযোগ আনলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি কৈলাস বিজয়বর্গীয়। এদিন তৃণমূল কংগ্রেসের নেতা, কর্মী তথা বিধায়কদের ‘চোর’ বলে কটাক্ষ করেছেন তিনি। শুধু তাই নয়, প্রধানমন্ত্রীর পাঠানো টিকা থেকে করোনা যোদ্ধাদের বঞ্চিত করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন কৈলাস বিজয়বর্গীয়।
সারা দেশের মতো বাংলাতেও সম্পন্ন হয়েছে করোনা ভাইরাসের প্রথম দিনের টিকাকরণের প্রক্রিয়া। প্রথম দিন মোটামুটি নির্বিঘ্নেই কাটে টিকা বণ্টন। কিন্তু কয়েকটি জেলা থেকে বিক্ষিপ্ত ভাবে অভিযোগ আসে করোনা যোদ্ধাদের বদলে আগে টিকা নিচ্ছেন শাসক দলের বিধায়করা। এদিন সাংবাদিকদের সামনে এই অভিযোগকে হাতিয়ার করেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে এক হাত নিয়েছেন গেরুয়া শিবিরের সর্বভারতীয় সভাপতি কৈলাস বিজয়বর্গীয়। তাঁর কথায়, ‘‘এর চেয়ে বড় মিথ্যাচার আর হয় না। বাংলার করোনা যোদ্ধাদের জন্য টিকা পাঠিয়েছেন প্রধানমন্ত্রী। আর সেই টিকা নিয়ে নিচ্ছেন তৃণমূলের নেতারা।’’ এরপর আরও একধাপ এগিয়ে গিয়ে তিনি বলেন, ‘‘চাল চোর, ত্রিপল চোর তৃণমূল এখন ভ্যাকসিন চোর।’’
রাজ্য সরকারের তরফ থেকে করোনা যোদ্ধা তথা রাজ্যের প্রতিটি মানুষকেই বিনামূল্যে করোনা টিকা দেওয়া হবে বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুদিন আগের মুখ্যমন্ত্রীর এই ঘোষণাকেও এদিন কটাক্ষ করেছেন কৈলাস বিজয়বর্গীয়। তিনি বলেন, প্রধানমন্ত্রীর পাঠানো টিকা বিনামূল্যে দেওয়ার কথা বলে ভোটের আগে নাম কিনতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, ‘‘টিকা পাঠাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আর চিঠিতে নিজের ছবি ছাপছেন মমতা।’’
উল্লেখ্য, শনিবার রাজ্যে প্রথম দিনের টিকাকরণে যে সমস্ত তৃণমূল নেতাদের বিরুদ্ধে টিকা নেওয়ার অভিযোগ উঠেছে৷ তাঁদের মধ্যে রয়েছেন কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। পূর্ব বর্ধমানের একাধিক নেতার বিরুদ্ধেও উঠেছে অনুরূপ অভিযোগ।