তৃণমূল প্রার্থীকে রাস্তায় ফেলে মার, হেনস্থা, তুলকালাম খানাকুলে

তৃণমূল প্রার্থীকে রাস্তায় ফেলে মার, হেনস্থা, তুলকালাম খানাকুলে

খানাকুল:  হুগলীতে একাধিক জায়গা থেকে উঠে এল প্রার্থীদের আক্রান্ত হওয়ার খবর৷ খানাকুলের তৃণমূল প্রার্থী নাজবুল করিমকে রাস্তায় ফেলে মারধর, হেনস্থা৷ দু’ দু’বার আক্রান্ত হলেন নাজবুল করমি৷ আজ সকালেই তাঁর উপর হামলার খবর মিলেছিল৷ বেলা বাড়তে ফের আক্রান্ত হলেন তিনি৷ হেনস্থার অভিযোগ বিজেপি’র বিরুদ্ধে৷ এই ঘটনাকে কেন্দ্র করে তুলকালাম খানুকুলে৷

আরও পড়ুন- আক্রান্ত স্ত্রী, কোনওরকম উত্তেজনা নেই সৌমিত্রের!

আজ সকালে যখন নাজবুল করিম হেনস্থার শিকার হন সেই সময় কেন্দ্রীয় বাহিনী ছিল না৷ কিন্তু দুপুরে কেন্দ্রীয় বাহিনীর সামনেই চলল তাণ্ডব৷ হেনস্থা করা হল তাঁকে৷ প্রসঙ্গত, এদিন সকালে থেকেই অভিযোগ আসছিল, এখানে বিজেপি ছাড়া অন্য কোনও দলের এজেন্টকে ঢুকতে দেওয়া হচ্ছে না৷ এমনকী বিজেপি ছাড়া অন্য কোনও দলের সমর্থকদের ভোট দিতেও দেওয়া হচ্ছে না৷ যাঁদের বিজেপি মনে করছে, তাঁদেরই ভোট দিতে দেওয়া হচ্ছে৷ এই খবর পেয়েই তৃণমূল কংগ্রেসের প্রার্থী এখানে আসেন৷ তাঁর সঙ্গে একজন নিরাপত্তারক্ষীও ছিলেন৷ কিন্তু তিনি আসার সঙ্গে সঙ্গে উল্টো দিক থেকে প্রচুর বিজেপি’র কর্মী সমর্থকরা হাতে বাঁশ নিয়ে ছুটে আসে৷ তাঁর উপর ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করে৷ কেন্দ্রীয় বাহিনী কোনও ভাবে তাদের আটকায়৷ বারবার নাজবুল করমিকে মারার চেষ্টা করা হয়৷ যেখানে তিনি আক্রান্ত হয়েছেন তার পাশ দিয়েও আরও কিছু বিজেপি কর্মী সমর্থক ঢুকে পড়ে৷ সেখান থেকে তাঁকে কোনও ভাবে উদ্ধার করে গাড়িতে তুলে দেয় পুলিশ৷ এর পরেই গোটা এলাকা ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *