প্রার্থীদের হেনস্থা থেকে বিজেপি-শাসিত রাজ্যের বাহিনী! কমিশনে অভিযোগ তৃণমূলের!

প্রার্থীদের হেনস্থা থেকে বিজেপি-শাসিত রাজ্যের বাহিনী! কমিশনে অভিযোগ তৃণমূলের!

কলকাতা: নির্বাচনের কাজে উত্তরপ্রদেশ বা বিজেপি শাসিত অন্য কোনও রাজ্য থেকে এখানে সশস্ত্র পুলিশ বাহিনী আনা যাবে না বলে দাবি জানিয়ে তৃণমুল কংগ্রেস নির্বাচন কমিশনে চিঠি দিয়েছে৷ উত্তরপ্রদেশ থেকে রাজ্যে ৩০ কোম্পানি পুলিশ বাহিনী আনায় নির্বাচন প্রক্রিয়ায় নিরপেক্ষতা বজায় থাকবে না বলে দলের তরফে আজ মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবকে লেখা চিঠিতে উল্লেখ করা হয়েছে৷ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রাজ্যে বিজেপির তারকা প্রচারক হওয়ায় বিজেপির প্রতি পুলিশের পক্ষপাতিত্ব থাকার সম্ভাবনা অনেক বেশি বলেও চিঠিতে জানান হয়েছে৷ এই কারণে নির্বাচনে বিজেপি শাসিত যে কোন রাজ্য থেকে পুলিশ আনার তীব্র বিরোধিতা করেছে তৃণমূল৷

নির্বাচনের মুখে বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সি ইচ্ছাকৃতভাবে তাদের দলের নেতাদের তলব করে বিরক্ত করছে বলে অভিযোগ জানিয়ে তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশনে চিঠি দিয়েছে৷ দলের প্রবীন সাংসদ ডেরেক ও’ব্রায়েন মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবকে লেখা  চিঠিতে একই মামলায় অভিযুক্ত হলেও বিজেপি নেতাদের তলব করা হচ্ছে না বলে উল্লেখ করেছেন৷ চিঠিতে বিজেপির নাম না করে কেন্দ্রে যে দল ক্ষমতায় আছে, সেই দল সিবিআই, ইডি, এনআইএর মত তদন্তকারী সংস্থাগুলিকে অপব্যবহার করছে বলে তিনি উল্লেখ করেছেন৷

অন্যদিকে,  নির্বাচনের প্রেক্ষিতে সীমান্ত অনুপ্রবেশ সহ বিভিন্ন বিষয় নিয়ে নির্বাচন কমিশন আগামীকাল আরও এক দফায় বৈঠকে বসতে চলেছে৷ দিল্লি থেকে ভার্চুয়ালি প্রস্তাবিত এই বৈঠকে এই রাজ্য সহ প্রতিবেশী অসম, ঝাড়খণ্ড, বিহারের মতো অন্য রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, ডিজিদের উপস্থিত থাকার কথা বলা হয়েছে৷ কিছু জায়গায় সীমান্তে নজরদারি বৃদ্ধি ও সিল করে দেওয়ার বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হবে বলে জানা গিয়েছে৷ কাল বৈঠকের আগে কোচবিহারের দিনহাটার ঘটনায় নির্বাচন কমিশন জেলা প্রশাসনের কাছে বিস্তারিত রিপোর্ট তলব করেছে৷ কীভাবে এই ঘটনা ঘটল আগামীকাল সকালের মধ্যে সেই নিয়ে রিপোর্ট পাঠাতে বলা হয়েছে বলে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের তরফে৷ উল্লেখ্য, বিজেপির শহর মণ্ডল সভাপতি অমিত সরকারের ঝুলন্ত দেহ ঘিরে আজ দিনহাটার ডাকবাংলো পারা রণক্ষেত্রের চেহারা নেয়৷ এই ঘটনায় নির্বাচন কমিশন নিযুক্ত বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে আজ ঘটনাস্থল পরিদর্শন করেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 − five =