শহরে কম খরচে সরকারি বাইক অ্যাপ, পরীক্ষামূলক ভাবে চালু করার সিদ্ধান্ত রাজ্য পরিবহণ দফতরের

শহরে কম খরচে সরকারি বাইক অ্যাপ, পরীক্ষামূলক ভাবে চালু করার সিদ্ধান্ত রাজ্য পরিবহণ দফতরের

Affordable

কলকাতা: কলকাতা ও শহরতলিতে যোগাযোগের মাধ্যমকে আরও সহজ করে তুলতে নতুন এক পরিষেবা আনতে চলেছে রাজ্য পরিবহণ দফতর। কম খরচে রকারি বাইক অ্যাপ পরিষেবা চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে৷ মায় কয়েক আগে ‘যাত্রী সাথী’ অ্যাপ চালু করে সরকারি অ্যাপ ক্যাব ট্যাক্সি পরিষেবা শুরু করেছিল পরিবহন দফতর। এবার বাইক অ্যাপ আনতে উদ্যোগী দফতরের কর্তারা৷ 

সূত্রে খবর, তিন কিলোমিটারের বেশি দূরবর্তী স্থানে গেলে তবেই এই অ্যাপে বাইক বুকিং করা যাবে। তবে এই পরিষেবা চালু করার আগে কলকাতার গুরুত্বপূর্ণ স্থানে পরীক্ষামূলক ভাবে এই পরিষেবা শুরু করতে চাইছে রাজ্য। সফলতা মিললে রাজ্যের অন্যান্য জেলাগুলিতেও সরকারি বাইক অ্যাপ পরিষেবা চালু করার উদ্যোগ নেওয়া হবে৷ প্রথম পর্যায়ে কলকাতা, হাওড়া, শিয়ালদহ স্টেশন এবং দমদম বিমানবন্দর এলাকায় এই পরিষেবা চালু হবে। তবে ভাড়া খুব কম৷ বাইক অ্যাপের ন্যূনতম ভাড়া ২০ টাকা করার চিন্তাভাবনা রয়েছে পরিবহন দফতরের৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 + four =