বুড়ো হাড়ে ভেলকি! এবার ট্রামেও চালু হচ্ছে ক্যাশলেস ব্যবস্থা

আগামীকাল থেকে শুরু হচ্ছে ট্রামের ক্যাশলেস ব্যবস্থা

কলকাতা: সত্তর আশির দশকে একসময় কলকাতা শহর জুড়ে দাপিয়ে বেড়াত ট্রাম। শ্যামবাজার থেকে চৌরঙ্গী, যাতায়াত ব্যবস্থায় বাসের পরেই ছিল ট্রামের আধিপত্য। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে যত আধুনিকতার ছোঁয়া লেগেছে কলকাতায়, ততই ক্রমশ দাম কমে গেছে ট্রামের। ফিকে হয়েছে চিরাচরিত সেই ঘন্টির শব্দ।

ব্যস্ততার শহরে আজকাল ট্রামে আর বিশেষ লোক না হলেও পুরোনো কলকাতার স্মৃতি বহন করে এখনও শহরের বুকে ঘুরে বেড়ায় ট্রাম। হাতে সময় থাকলে পথচলতি মানুষ চেপেও বসেন তাতে। কিন্তু আধুনিকতার সঙ্গে পাল্লা দিতে দিতে আর কতদিন টিকে থাকবে এই নাগরিক যানের অস্তিত্ব? নিঃসন্দেহে তা ভাবিয়ে তুলেছে ট্রাম কর্তৃপক্ষকেও। আর তাই ট্রামের বুড়ো হাড়ে ভেলকি দেখাতে এবার নতুন উদ্যোগ নিয়েছে প্রশাসন। ট্রামেও এবার থেকে চালু করা হচ্ছে ক্যাশলেস ব্যবস্থা। 

রাস্তায় ঘাটে চলার সময় পকেটে কোনো নগদ টাকা না থাকলেও ট্রামে চড়ার জন্য তা আর বাঁধা হয়ে দাঁড়াবে না। নতুনের সঙ্গে প্রতিযোগিতায় এভাবেই আধুনিকতার ছোঁয়া নিয়ে মাঠে নামছে ঐতিহ্যবাহী ট্রাম। জানা গেছে, আগামী ২০ তারিখ রাজাবাজার রুটের ট্রাম থেকেই আনুষ্ঠানিকভাবে চালু হবে ক্যাশলেস ব্যবস্থা। 

ট্রামে ক্যাশলেস পদ্ধতি চালু করার বিষয়ে পশ্চিমবঙ্গ পরিবহন নিগমের সঙ্গে যোগ দিচ্ছে জনপ্রিয় ডিজিটাল পেমেন্ট অ্যাপ সংস্থা। Phone Pe, Google Pay, Paytm ছাড়াও অন্যান্য মাধ্যমে টিকিট কাটা যাবে ট্রামে। এ প্রসঙ্গে পরিবহন নিগমের ম্যানেজিং ডিরেক্টর রাজনবীর সিং কাপুর বলেন,  “শহরের নতুন প্রজন্মের কাছে পুরোনো ট্রামকে আরো আকর্ষণীয় করে তোলার উদ্দেশ্যেই ক্যাশলেস ব্যবস্থা চালু করার কথা ভাবা হয়েছে। এর আগে আমরা কালার কোডেড রুট, ফ্রি WIFI এর সুবিধাও চালু করেছিলাম।” ক্যাশলেস ব্যবস্থা চালু করা হলে করোনা সুরক্ষাবিধিও অনেকটাই মেনে চলা সম্ভব হবে বলে মনে করছেন কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 3 =