কলকাতা: কার্যত পশ্চিমবঙ্গে করোনা ভাইরাসের সুনামি আছড়ে পড়েছে! পরিস্থিতি আরও করুণ থেকে করুণতর হচ্ছে। শেষ পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় এই রাজ্যের নতুন করে ভাইরাস আক্রান্ত হয়েছেন ৫,৮৯২ জন, মৃত্যু হয়েছে ২৪ জনের। গত ২৪ ঘন্টায় ভাইরাস থেকে মুক্তি পেয়েছেন ২,২৯৭ জন। যদিও দিনপ্রতি সংক্রমণ নতুন করে আতঙ্ক বাড়াচ্ছে রাজ্যবাসীর। পশ্চিমবঙ্গের সব থেকে খারাপ অবস্থায় রয়েছে কলকাতা। সেখানে একদিনে সংক্রামিতর সংখ্যা ১,৬০১ জন! এদিকে সুস্থতার হার আগের থেকে কিঞ্চিত কমে হয়েছে ৯৩.১৬ শতাংশ৷ উদ্বেগ বাড়িয়ে এবার গণপরিবহণের অন্যতম প্রাণকেন্দ্র পূর্ব এবং দক্ষিণ পূর্ব রেলেও ধরা পড়েছে করোনা সংক্রমণ!
ট্রেনের চালক এবং একাধিক গার্ড করোনায় সংক্রমিত হওয়ায় পূর্ব এবং দক্ষিণ পূর্ব রেল হাওড়া এবং শিয়ালদা ডিভিশনের বেশকিছু লোকাল ট্রেন বাতিল করেছে৷ শিয়ালদার ডিআরএম এসপি সিং জানিয়েছেন, ডিভিশনে ইতিমধ্যেই ৩০ জন চালক এবং ১০ জন করোনায় সংক্রমিত হওয়ায় মেইন এবং দক্ষিণ শাখায় মোট পাঁচ জোড়া ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷
অন্যদিকে হাওড়ার ডিআরএম সুমিত নারুলা জানিয়েছেন, ডিভিশনের ২৫০ জন গার্ডের মধ্যে ৩১ জনই করোনায় সংক্রমিত হয়েছেন৷ এছাড়াও তিনজন টিকিট পরীক্ষক করোনার শিকার হয়েছেন। ফলে মেমারি, শেওড়াফুলি, শ্রীরামপুর, পান্ডুয়া,তারকেশ্বর লোকালের মত ১৬ জোড়া ট্রেন বাতিল করতে হয়েছে৷