ইন্টারনেটের গতি বাড়াতে মতামত চাইল ট্রাই, মিলবে সুফল?

ইন্টারনেটের গতি বাড়াতে মতামত চাইল ট্রাই, মিলবে সুফল?

 

নয়াদিল্লি: দ্রুত গতিতে ভারতে বাড়ছে ইন্টারনেটের চাহিদা। ব্রডব্যান্ড ও ইন্টারনেট ব্যবহারে ভারতের নাম সবচেয়ে এগিয়ে। করোনা পরিস্থিতির পর এই চাহিদা দ্বিগুন হয়েছে বলে জানা যাচ্ছে। অথচ ভারতে ইন্টারনেটের গতি খুবই শ্লথ এবং অস্থায়ী সংযোগ নিয়েও একাধিক নালিশ রয়েছে। এই অবস্থায়, ট্রাই ব্রডব্যান্ড সংযোগের সম্প্রসারণ ও তার গতি বাড়ানোর কথা জানতে চেয়ে ২১ সেপ্টেম্বরের মধ্যে জনগণের পাশাপাশি সংশ্লিষ্ট সব পক্ষের মত চাইল।

সম্প্রতি টেলিকম নিয়ন্ত্রক ট্রাই এর চেয়ারম্যান আর এস শর্মা ব্রডব্যান্ড ইন্ডিয়া ফোরামের ভিডিয়ো বৈঠকে ইন্টারনেট পরিষেবার পরিকাঠামো বিস্তারে জোড় দিয়েছিলেন। সেই মতোই, পরিকাঠামোকে ঢেলে সাজানোর কথা ভেবেই ট্রাই এই মতামত জানতে চেয়েছে। ২০১৮ সালে ন্যাশনাল ডিজিটাল কমিউনিকেশন্স পলিশিতে এই রূপরেখার কথা উল্লেখ করেছিল ট্রাই। নিয়ম অনুযায়ী যেকোনও সুপারিশ করার আগেই ট্রাই মতামত জানতে এই ধরনের কনসাল্টেশন পেপার প্রকাশ করে থাকে। সেই মতে, কারও পাল্টা মত থাকলে ৫ অক্টোবরের মধ্যে জানাতে নির্দেশ দিয়েছে টেলিকম সংস্থা।

ট্রাই জানিয়েছে, বর্তমানে দ্রুত ইন্টারনেটের চাহিদা ক্রমশ বাড়ছে। মানুষ জোরদার ও স্থায়ী ইন্টারনেট সংযোগ চাইছেন। কিন্তু পরিকাঠামোর উন্নতি না ঘটলে স্থায়ী সংযোগ বাড়লে প্রযুক্তি ভেঙে পড়তে পারে। চেয়ারম্যান শর্মার মতে, প্রযুক্তি যতই আধুনিক হোক, জনসাধারণের কাজে না লাগলে সেটার কোনও মূল্য থাকে না। মোবাইলের মত তারহীন প্রযুক্তির তুলনায়, তারযুক্ত 'ফিক্সড লাইন' নেট পরিষেবা বেশি জোরদার বলে মনে করছে ট্রাই। তাই শর্মার লক্ষ্য, ফাইবার টু দি হোম, বাড়ির মধ্যে পরিকাঠামোর পাশাপাশি, অন্তত এক কোটি ওয়াইফাই হটস্পট। বর্তমানে ভারতে মোট হটস্পটের সংখ্যা এক লক্ষ। বাড়িতে টেলি পরিকাঠামো গড়া কিংবা ফাইবার ব্যবস্থা নিতে রাজ্যের যে নীতি সংস্থাগুলিকে মেনে চলতে হয়, তার সরলীকরণের আবেদন করেছেন ট্রাই চেয়ারম্যান আর এস শর্মা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − six =